নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি !! বাঁচাও চাষী !!

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২



মাছে ভাতে বাঙ্গালী আমরা কথায় আছে। মাছ আর ভাত ছাড়া বাংলাদেশের বাঙ্গালীকতা যেমন বেমানান তেমনি কৃষক ছাড়াও বাঙালি পনা যেন বেমানান। হয়তো কিছুদিন পর মাছে ভাতে বাঙালি থাকবো না আর আমরা। এমনিতেই আগের মত যেখানে সেখানে বিলে ঝিলে মাছ পাওয়া যায় না। আধুনিকতায় আর যুগের পরির্বতনে সব বিলুপ্তির পথে নেই বলতে গেলেই চলে। আগে যখন ছোট বেলায় স্কুল ছুটি পেতাম , ছিপ নিয়ে বের হতাম মাছ ধরতে। যেখানে সেখানেই প্রায় মাছ পাওয়া যেত ছিপে। যে মাছ গুলো বর্ষায় পুকুর ভেসে আসতো। কিন্তু এখন একটা পুকুর ছেঁচে একটা ছিপে ওঠা পুঁটী পাওয়া যাবে কিনা সন্দেহ। নেই সেই শৈশব। এগুলো জাষ্ট সৃতি।
হারিয়ে গেছে আগের সেই মাছের জাতিটা। স্বাদ ও হারিয়ে গেছে ।

কিছুদিন পর এরকম ধান চাষীও হারিয়ে যাবে। তখন হয়তো প্রধান খাবার আর ভাত থাকবে না। থকলেও চাল কেনার সার্মথ্য সাধারন মানুষের থাকবে না। রুটু বা অন্য কিছু হবে মুখ্য খাবার। যেভাবে তেলের দাম সারের দাম বেড়েই চলেছে। অবাক লাগতে পারে বিষয়টা আপনার কাছে।
আজ চাচাতো ভাইয়ের সাথে অনেক দিন পর মন খুলে কথা হলো।
ওকে বললাম যে চাষাবাদ কেমন চলছে?
বললো ভালোই বাট আগের মত না। চাষ করে টাকায় উঠে না। ধানের জমিতে এখন আখ লাগিয়ে ফেলে রাখি না হলে খালি জমি পড়ে থাকে।
কেন?
আমাকে ও হিসাব দিলো যে ভাবে- তুলে ধরলাম নিচে।



এক বিঘা জমি চাষ করতে যা খরচ হয়।
জমি তৈরি করনে ৩ জনের মুজুরি/জন খরচ= ১৭০x৩=৫১০ টাঁকা
৫ ট্রলি জৈব্য সার= ৫x৩০০= ১৫০০ টাকা
ধান লাগানোর পর সার খরচ= ২৫০০ টকা।
ধানের বীজ বা চারা খরচ= ১৫০০ টাকা
ধানের চারা রোপনে মুজুরি খরচ= ৩ জন x ১৭০ = ৫১০ টাকা
কমপক্ষে চারবার আগাছা পরিষ্কারে জন / মুজুরি খরোচ= ৪ বার x ৪ জন x ১৭০= ২৭২০ টাকা
চাষের জমিতে ধানে পানি দেওয়াতে পানি খরচ= ৩৫ লিটার ডিজেল x ৭০ টাকা= ২৪৫০ টাকা
এবার ধান কাটা গোছানো বাসায় নিয়ে আসা ধান ঝাড়াতে জন লাগে মোট ধরুন ৩+২=৫ জন
ধান ঝাড়া বা গোছানো তে খরচ= ৫x১৭০=৮৫০ টাকা।
এই হলো মোটা মুটি খরচ। আসুন এবার সব যোগ দিয়ে টোটাল এমাউন্টে আসি।

৫১০+১৫০০+২৫০০+১৫০০+৫১০+২৭২০+২৪৫০+৮৫০ = ১২৫৪০ টাকা।
১২৫৪০ টাকা খরচ হয় এক বিঘা ধান চাষ করতে।
এবার এক বিঘা ধান চাষে মোট ধান উৎপন্ন হয় ২০ মন ধান। মন প্রতি ধানের দাম র্সবচ্চো ধরুন ১১০০ টাকা। এবার ২০x১১০০ = ২২,০০০ টাকা।

আসুন লাভ কত দেখি একটু।

মোট আয় = ২২,০০০/-
মোট ব্যয় = ১২,৫৪০/-
--------------------------------------
মোট লাভ= ৯,৪৬০/-

এক বিঘা ধান চাষ করতে সময় লাগে মোট ৩ মাস।
এবার ৩ দিয়ে যদি ৯.৪৬০ টাকা ভাগ করি তাহলে প্রতি মাসে ইনকাম চাষির = ৩১,৫৩.৩৩৩/-

এবার বলুন ৩১৫৪ টাকায় কি একজন চাষির সংসার চলে?
দুদিন পর পর ডিজেলের দাম বাড়ে , সারের দাম বাড়ে কিন্তু বাড়ে না চাষির ধানের দাম।
চাষি খেয়ে থাক আর না খেয়ে থাক তাতে তো সরকারের মাথা ব্যাথা নেই। সংসদে নতুন বাজেট পাস হলেই হলো। অর্থনিতিবিদ/ রাজনিতিবিদ দেশে অনেক আছে কিন্তু কখনো এভাবে কখনো চাষির বাজেট টা একটু হিসাব করে দেখেন না। এই চাষীও তো মানুষ।
চাষীরা চাষ ছেড়ে রিক্সা ধরেছে হাতে , অথচো যেখানে তার হাতে থাকার কথা ধানের গোঁছা।
এজন্য নতুন বাজেটে প্রতি বছন ভারত থেকে চাল আমদানি করা হয়।
দেশেতো জমির অভাব পড়েনি। পড়েছে চাষির অভাব। কিন্তু কেনো অভাবটা পড়েছে সেটা তো খতিয়ে দেখে না কেউ।কিছুদিন আগেও তো ভারত থেকে বাল আমদানি হত না । তখন কি চাষীরা চাষ করতো না?
যেখানে ধান চাষ বিলুপ্ত হচ্ছে সেখানে বাজেট হয় প্রতিরক্ষার জন্য অস্ত্রের বাজেট। চাষীর পেটে লাথি দেওয়া বাজেট।
এমেরিকা উন্নত রাষ্ট্র , তবুও এমেরিকার বাষরিক আয়ের ৩৭% আয় আসে চাষ থেকে। সেখানে বাংলাদেশের কত র্বতমান??
আপনার ফোয়ালে গরু আছে হালের জন্য নেই শুধু লাঙল , তাই বলে গরু বেঁচে লাঙ্গল কেনার মানে হয় না। গরু নেই তো লাঙ্গল কি করবেন? আমাদের দেশের অবস্থাটাও ওভাবেই যাচ্ছে।
এই বিষয় গুলো কি কখনই সরকার দেখবে না ? না এভাবেই শেষ হবে ধিরে ধিরে? ্র
হয়তো বা কবিদের লিখে যাওয়া কবিতা গুলো যখন আমাদের ছেলেমেয়ে পড়বে, কিন্তু তখন চাষীদের অস্তিত্ব থাকবে না । তখন ছেলেমেয়েরা বলবে বাবা ধান চাষী কি ?

কখনো কি সুস্থ ব্যবস্থাপনা আসবে না??
সবই ঠিক আছে প্রয়োজন সুষ্ঠ একটা ভাবনা, সৃজনশীল ও চিন্তা চেতনা।

আমরাও পারবো চাল রপ্তানি করতে শুধু একটু সুযোগ দরকার। সেটা কি সরকার কখনো দিবে না ?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৫

এম. রহমান বলেছেন: "এবার বলুন ৩১৫৪ টাকায় কি একজন চাষির সংসার চলে?"
এটা তো দিলেন বিঘাপ্রতি হিসাব, যাদের মাত্র ১ বিঘা জমি আছে তারা এখন আর চাষী নেই, অন্য কোনো কর্মে তারা নিয়োজিত আছে। এরা মুলতঃ ভূমিহীন। অন্তত ১০/১৫/২০ বিঘা জমির মালিকরা যাদেরকে চাষী বলা যায় তাদের দিনকাল ভালোই যাচ্ছে মনে হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

সুপ্ত আহমেদ বলেছেন: সেটা হয়তো আপনার ধারণা। কিন্তু ম্যক্সিমাম চাষীই ১-২ বিঘা জমির মালিক, সবার তো আর ১০-১৫ বিঘা জমি থাকে না। যে কোন চাষ ১-৫ বিঘার ভিতরে সিমাবদ্ধা থাকে। ধন্যবাদ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫১

জাফরুল মবীন বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন।

ধন্যবাদ আপনাকে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

সুপ্ত আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মবিন ভাইয়া !!

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

দীপংকর চন্দ বলেছেন: বিশ্লেষণী উপস্থাপনার প্রতি শ্রদ্ধা জানবেন।

অনিঃশেষ শুভকামনা ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

সুপ্ত আহমেদ বলেছেন: দীপংকর ভাইয়া আপনাকেও অনেক ধন্যবাদ ! ভালো থকবেন সবসময় - নাহলে আপনার কবিতা গুলো অনেক মিছ করবো ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.