নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অনলাইন রাজনিতিবিদ VS নন্দলাল ! কিন্তু দুটোই সমান - ম্যাচ ড্র !! X( :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২



ছোট বেলার প্রিয় কবিতাটা আজ অনেক মনে পড়ছে কেনো জানি। কবিতাটা অনেক সুন্দর, সবাই পরিচিত দ্বিজেন্দ্রলাল রায় এর লেখা- নন্দলাল কবিতাটির সাথে। আমাদের দেশের কিছু অনলাইন এক্টিভিস্ট আছে যাদের সাথে কবিতাটার অনেক মিল, কেন বলছি ? আগে কবিতাটি চলুন পড়ে নেই।


নন্দলাল



নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ -

স্বদেশের তরে, যা করেই হোক, রাখিবেই সে জীবন।

সকলে বলিল, 'আ-হা-হা কর কি, কর কি, নন্দলাল?'

নন্দ বলিল, 'বসিয়া বসিয়া রহিব কি চিরকাল?

আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ?'

তখন সকলে বলিল- 'বাহবা বাহবা বাহবা বেশ।'

নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তারে কেবা!

সকলে বলিল, 'যাও না নন্দ, করো না ভায়ের সেবা'

নন্দ বলিল, ভায়ের জন্য জীবনটা যদি দিই-

না হয় দিলাম, -কিন্তু অভাগা দেশের হইবে কি?

বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক'

তখন সকলে বলিল- 'হাঁ হাঁ হাঁ, তা বটে, তা বটে, ঠিক।'

নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির,

গালি দিয়া সবে গদ্যে, পদ্যে বিদ্যা করিল জাহির;

পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন;

লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার দশ গুণ;

খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল,

তখন সকলে বলিল- 'বাহবা বাহবা, বাহবা নন্দলাল।'

নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি;

সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি;

নন্দ বলিল, 'আ-হা-হা! কর কি, কর কি! ছাড় না ছাই,

কি হবে দেশের, গলাটিপুনিতে আমি যদি মারা যাই?

বলো কি' বিঘৎ নাকে দিব খত যা বলো করিব তাহা।'

তখন সকলে বলিল – 'বাহবা বাহবা বাহবা বাহা!'

নন্দ বাড়ির হ'ত না বাহির, কোথা কি ঘটে কি জানি;

চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি,

নৌকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে 'কলিসন' হয়;

হাঁটতে সর্প, কুকুর আর গাড়ি-চাপা পড়া ভয়,

তাই শুয়ে শুয়ে, কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল

সকলে বলিল- 'ভ্যালা রে নন্দ, বেঁচে থাক্ চিরকাল।'




কবিতার র্সাথকতা অনেক আগে বুঝতে দেরি হলেও এখন এর যর্থাথ ব্যবহার খুজে পেয়েছি। আমাদের কিছু লেখক আছেন যারা পোষ্টের পর পোষ্ট রাজনিতির টপিক্স লিখে যান , কিন্তু রাজনিতির ফিল্ডে দেখা যায় না। আচ্ছা ভাই এতো যে পোষ্ট করেন এতে দেশের কিচ্ছু উদ্ধার করতে পেরেছেন ?

কি লাভ তাহলে এতো ঢং এর পোষ্ট লিখে? দেওয়ালের ওপিঠ থেকে তো অনেক কথা বলা যাই। রাজনিতি করলে ঘর থেকে বের হন , নন্দলালের মত জীবন বলি দিয়ে তো জাতির কোন উপকারেই আপনি আসবেন না। কি দরকার সরকার এই খারাপ খালেদা এই খারাপ বলে লাফালাফি করার? এক ঘেয়েমি রাজনিতির পোষ্ট দিয়েই তো চলেছে, কিন্তু কখনো কি দেশের সার্থে সত্যিকারের কিছু ভেবেছেন ?

হয়তবা যুক্তু র্তকে আপনি অনেক পারেন বা বুঝেন। কিন্তু এই যুক্তি র্তক কি দেশের ভালো কোন উপকারে আসে ?

সেবা করতে হলে রাস্তায় হাঁটতে হয়, গরিবের বা মানুষের পাশে থাকতে হয়, মানুষ কে নিয়ে ভাবতে হয়। বুঝতে হয় যে মানুষ আসলেই কি চাই, কি হলে দুঃখ র্দুদশা থেকে মুক্তি পাবে।

কিন্তু আপনি কি করছেন? অনলাইনে বসে অনেক জ্ঞান জহির করছেন , আপনি অনেক জানেন বুঝেন সেটা প্রমান করছেন। কিন্তু রাজনিতি তো জনগনের জন্য, কখনো কি জনগনের পাশে থেকে কিছু উপল্বধি করেছেন ?
করবেন কেনো >? আপনি তো নন্দ লালা।


নন্দ বাড়ির হ'ত না বাহির, কোথা কি ঘটে কি জানি;

চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি,

নৌকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে 'কলিসন' হয়;

হাঁটতে সর্প, কুকুর আর গাড়ি-চাপা পড়া ভয়,

তাই শুয়ে শুয়ে, কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল

সকলে বলিল- 'ভ্যালা রে নন্দ, বেঁচে থাক্ চিরকাল।'



সুতরাং - এসব হাবিজাবি না লিখে দেশের উপকারে আসে এমন কিছু লিখেন। যেটাতে দেশ ও জাতির কল্যান হয় ।

সুন্দর পরিবেশ ও সুষ্ঠ ব্লগিং হোক এই প্রত্যাশায় আবারও !!

ধন্যবাদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.