নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা Expensive ১০ টি ওয়েব ডোমেইন নেম !!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯





ইন্টারনেট কি দেই নি আমাদের ! হাতের কাছে সব এনে দিয়েছে। যার সুফল বলা প্রয়জন হয় না তেমনি কুফল গুলোও কম না। ইন্টারনেটের প্রত্যক টা সাইট এর একটা ডোমেই নেম থাকে। ৮ $ থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন ডলার পর্যন্ত আছে। অনেক দিন আগে একটা ডোমেইন কিনবো বলে ঘাঁটা ঘাঁটি করছিলাম। পরে কিভাবে কিভাবে যেন সের সব ডোমেইন নেম গুলো পেলাম। সেসব ডোমেই নেম গুলোর দাম ও আকাশ ছোঁয়া।



তো চলুন দেখে নেই সেরা সব ডোমেইন নেম গুলো। সে গুলো কে বলা হয় র্সবকালের দামি ডোমেই নেম। র‍্যংকিং অনুসারে দেওয়া হলো। ১০ - ১ নং পর্যন্ত।



১০- Diamond.com 2006 $7.5 million ও Beer.com 2004 $7.5 million





৯- Business.com (1999) ও Diamond.com (2006)



দুটো ডোমেই ৭.৬ মিলিয়ন ডলার।





৮- fb.com জনপ্রিয় সোসাল মিডিয়া ফেসবুকের র্শট ডোমেইন নেম । যার মুল্য ৮.৫ মিলিয়ন ডলার। এটি ২০১০ এ বিক্রি হয়।



৭- Porn.com (2007) ৯.৫ মিলিয়ন ডলারে ২০০৭ সালে ডোমেইন টি বিক্রি হয় ।



৬- Insure.com ১৬ মিলিয়ন ডলারে ২০০৯ সালে ডোমেইন টি বিক্রি হয় ।



৫- Internet.com ২০০৯ সালে ১৮ মিলিয়ন ডলারে ডোমেইন টি ক্রয় করে ELCom NC কম্পানি ।



৪- Sex.com for ২৪ মিলিয়ন ডলার দাম এই ডোমেইনটির। ২০১৪ সালে এটি বিক্রি হয়।





৩- motorhead.com ৩১.১৪ মিলিয়ন ডলারে ২০০৭ সালে এটি স্কটল্যন্ডের একটি কম্পানি কিনে নেয়।



২- VacationRentals.com ডোমেইনটির দাম ৩৫ মিলিয়ন ডলার । ২০০৭ সালে এটি বিক্রি হয়।



১- Insurance.com এটিই এখন পর্যন্ত বিশ্বের সব থেকে দামি ডোমেইন নেম। যার মুল্য ৩৫.৬ মিলিয়ন ডলার।





সুত্রঃ * http://thenextweb. com/shareables/2013/ 08/13/15-of-the-most-expensive-domains-of-all-time/



*http://businessinsider.com/most-expensive-domain-names-2014-7?op=1



*http://en.wikipedia.org/wiki/List_of_most_expensive_domain_names



* gig & josen



ও অন্যন্য।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: জানলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

সুপ্ত আহমেদ বলেছেন: :-B :-B ধন্যবাদ ভাইয়া। আপনাকে জানাতে পেরে আমি মহা খুশি =p~

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্সুরেন্সঅলাদের টাই তো বেশি হবে :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

সুপ্ত আহমেদ বলেছেন: হুম !! সুদের টাকা =p~ =p~

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৩

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: হুম, জানলাম।


আচ্ছা, কেউ যদি কোনো ডোমেইন নেম কিনে রাখে, পরবর্তীতে কি সে ঐ ডোমেইন নেম অন্য কারো কাছে বিক্রি করতে পারবে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

সুপ্ত আহমেদ বলেছেন: হ্যাঁ
যদি ডোমেইন টা বা সাইট টা অনেক পপুলায় হয় সে ক্ষেত্রে নতুন করে সব নিবন্ধন করতে হবে। আর যদি শুধু মাত্র ডোমেইন কিনে রেখে দেই সে ক্ষেত্রে একাউন্ট পাসওর্‍্যাড দিয়ে দিয়ে বিক্রি করে দিতে পারে। ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.