নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আমিই ঠিক ছিলাম........

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

একজন মধ্যবিত্ত পিতা সকালে ঘুম থেকেউঠে খবরের কাগজ হাতেনিয়ে দেখেন ‘বাবা দিবস’ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র বেড়িয়েছে। আগ্রহ করে পড়তে গিয়ে আবিষ্কার করেন এক ধনীর দুলালী তার বাবাকে নিয়ে লিখেছে...
“আমার কাছে আব্বার আরেকটা পরিচয় ছিল, এখনো আছে: ‘হ্যাঁ মানব!’ আব্বা আজ পর্যন্ত কখনো আমাকে কোনো কিছুতে ‘না’ বলেননি। যত ছেলেমানুষি, আজগুবি,ভয়ংকর আবদারই হোক না কেন; সেই ছোট্টবেলা থেকে আজ অবধি। একেবারেই তরুণ বয়সে আব্বার ব্যবসায় যোগ দিতে চাইলাম, তিনি বাধা দেননি। একবার খুবই উচ্চাকাঙ্ক্ষী, ঝুঁকিপূর্ণ একটা প্রকল্প হাতে নিলাম। তাতেও তাঁর না নেই। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বাবা ঠিকই জানতেন, পুরো টাকাটাই জলে যাচ্ছে। তিনি তবু চাইছিলেনভুল থেকেই আমার শেখা হোক। টাকাটা জলে গেলেও, আমাকে দেওয়া তাঁর শিক্ষা জলে যায়নি। আমি শিখেছি! সেদিন আব্বা যদি নিষেধ করতেন, হয়তো সারা জীবন ভাবতাম—আমিই ঠিক ছিলাম।”
পড়া শেষ করে নিজের ছেলের কথা ভেবে বিষণ্ণ হয়ে পড়েন তিনি। ছেলেটা কবে থেকে ব্যবসায় খাটানোর জন্য তার পেনশন থেকে পাঁচ লাখটাকা চাচ্ছে। ছেলেকে চেনেন বলেই তিনি জানেন তার মন-ভুলো, বোকাসোকা ছেলেটা আর যাই হোক ব্যবসায় কখনোই ভাল করতে পারবে না। তাছাড়া পাঁচ লাখ টাকা জলে ফেলার মতো বিলাসিতা করার সুযোগও তার নেই বরং ছেলেটা একটা চাকরী যোগার করলে এই পাঁচ লাখ টাকা পরে তারই উপকারে আসবে। ছেলেকে ভালোবাসেন বলেই ছেলেটার সাথে প্রতিবার বাজে ব্যবহার করে না করে দেন।
একটু বেলা করে ঘুম থেকে উঠে পেপারে সেইএকই লেখা পড়ে মেজাজবিগড়ে যায় ছেলের। কোনমতে ময়লা জিন্স আর একটা শার্ট গায়েচাপিয়ে বাসা থেকে বের হয়ে যেতে চায় সে। দরজা দিয়ে বের হওয়ার মুহূর্তে মধ্যবিত্ত পিতার সাথে চোখাচোখি হয় তার। সন্তানের জন্য অন্তর্গত ক্রন্দনে আর্দ্র মধ্যবিত্ত পিতার দিকে তাকিয়ে ছেলে মনে মনে ভাবে ‘শালা সবার বাপ কত ভালোবাসে তাদের ছেলেমেয়েকে। আমার কপালেই একটা খবিশ বাপ পড়ছে।’
হায় মধ্যবিত্ত পিতা! কখনো মুখ ফুটে সন্তানকেও বলতে পারে না ‘ভালোবাসি’ আবারসন্তানের মুখ থেকেও কখনো শোনা হয়না কথাটা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.