নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য আর সেই প্রত্যাশা তে থাকবে অনির্বাণ । Volunteer !

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১:০৭





কিছু দিন আগে একটা পোষ্ট লিখেছিলাম – পথ শিশুদের জন্য কিছু করা ।

অনেকে মন্তব্য করেছিলেন যে আমাদের উদ্দেশ্যটা কি ?

আসলে সে দিন অতটা গুছিয়ে লিখিনি তাই অনেকে বুঝতেও পারেন নি ভালোভাবে।

অনির্বান নামে আমরা নতুন একটি সেচ্ছাসেবক ক্লাব করছি। এখনো আমাদের কার্যক্রম শুরু হয়নি তবুও আমরা ফেসবুক ফ্যান পেজ ও গ্রুপ করেছি । মুলত আমরা এমন একটা প্লাটফর্ম করতে চাচ্ছি সবাইকে নিয়ে , যেখানে মানুষ মানুষের কথা ভাববে, মানুষের পাশে মানুষ দাঁড়াবে।

অনির্বাণের সদস্যরা মানুষের পাশে থকবে , মানুষের র্দুস্ময়ে পাশে দাঁড়াবে।

সদস্য এর জন্য কোন স্পেশিয়ালিটি নাই। সদস্য হলেন – এমনও হতে পারে আপনার পরিবারে ইমার্জেন্সি ব্লাড দরকার। তখন অনির্বাণের কোন সদস্যের কাছ থেকে পেতে পারেন। অথবা অনির্বাণ এর সবাই চেষ্টা করবে ব্লাড মেনেজ করার।



আবার অনেক সময় আমাদের মাঝখান থেকে অনেক মেধাবী কিছু প্রাণ ঝরে যায় অর্থের জন্য , আমরা কিছুই করতে পারি না তাদের জন্য। অনির্বাণের চেষ্টা হবে সেই মানুষ গুলোকে সাহায্য করা। কথায় আছে মানুষ মানুষের জন্য , আর সেই স্লোগান কে সামনে রেখেই অনির্বাণের মুখ্য উদ্দেশ্য । মুল কথা হলো অনির্বাণ এমন একটি প্লাটর্ফম – যেখানে মানুষ জাতি হিসাবে নয় মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবে। মানুষকে ভালোবাসাতে শেখাবে। অসহায় মানুষ গুলোর কথা ভাবাবে।

মুল ওয়েবসাইট ঃ onirban.org এর সাইট ডেভলপিং এর কাজ চলছে। কাজ শেষ হলে ইচ্ছুক সেচ্ছাসেবিরা নিবন্ধন করে সদস্য হবেন।



উদ্দেশ্যঃ মুল সাইটের about টা কপি করে দিলাম। কষ্ট করে একটু পড়ে নিবেন।



ONIRBAN | অনির্বাণ



Donating Blood :

Have you at anytime witnessed a relative of yours or a close friend searching frantically for a blood donor, when blood banks say out of stock, the donors in mind are out of reach and the time keeps ticking? Have you witnessed loss of life for the only reason that a donor was not available at the most needed hour? Is it something that we as a society can do nothing to prevent?

" অনির্বাণ " is an organization that brings voluntary blood donors and those in need of blood on to a common platform.We seek donors who are willing to donate blood, as well as provide the timeliest support to those in frantic need of it.

Our mission is to fulfill every blood request in the country with a promising web portal and motivated individuals who are willing to donate blood.

রক্তস্নাত এই বাংলার মাটিতে একটি মানুষও যেন রক্তের অভাবে মৃত্যুবরণ না করে।

" রক্ত দিন, জীবন বাঁচান "

To help the street Children :

1.Financial support for the street children's education.

2.As well as help the meritorious but poor students.

পথ শিশু

এক পথ শিশুর, গল্প বলি শোন,

পথেই খায় সে, পথেই ঘুমায়,

ঘর, বাড়ি,ঠিকানা, নাই তার কোন ।

কখনো অবাক বিস্ময়ে !

চেয়ে দেখে,

কত ভেদাভেদ, মানুষে, মানুষে-

পায়না খুঁজে এ প্রশ্নের উত্তর,

কি দোষ ছিল তার, কি দোষ করেছিল তারা ?

দু’চোখ বেয়ে গড়িয়ে পরে,

অভিমানের অশ্রুধারা ।

A street child in Bangladesh is someone "for whom the street (in the widest sense of the word ) Here is currently no official statistic of the number of street children in Bangladesh. It is nearly impossible to count their numbers as they increase by years.The lives of the street children are so hard; they do not have the ability to earn enough money by selling things as they are not educated. We want to help them as far as we can. As the street children in Bangladesh are unable to go to school and for that they do not get proper education. It is very important for them to study as they will find themselves spending the rest of their lives miserably. So we the non-government organization " অনির্বাণ " helps them to be educated.





Warm clothes Distribution :

Winter, the perfect season for sitting in the balcony with a cup of hot coffee. But the scenario is not the same for everyone. For many people, winter is the synonym of misery. The shelter-less people do suffer for extreme cold in silence.They cannot afford to buy winter clothes to keep them warm. Apparently, the educated and affluent people of the society manage to overlook their misery. We will spread the warmth of humanity out among those in need. We distribute the warm clothes among the homeless n miserable people.Together, we can and we will make a difference smile emoticon

যদি স্বদিচ্ছা থাকে তাহলে আপনিও এগিয়ে আসুন,

একজন মানুষ হয়ে আর একজন অসহায় কর্মঅক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই তীব্র শীত আমাদের জন্য অনেক আনন্দদায়ক কিন্তু একবার কি ভেবে দেখেছেন? এই শীতে অসহায় গরীব বস্রহীন কর্মঅক্ষম মানুষ কিভাবে রাত কাটাচ্ছেন। তাদের আমাদের মত দামি গরম পোশাক তো দূরে থাক, সামান্য কাপড় টুকু নেই। ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীত এ কত কষ্টে আছে। অনেকে এই শীত সহ্য করতে না পেরে মারাও যাচ্ছে । আসুন আমরা যে যা পারি তাই দিয়েই এদের পাশে এসে দাড়াই। এরা আমাদের ই - এরা আমাদের দিকেই চেয়ে থাকে।





Helping people as we can:

"Strong people don't put others down, They lift them up "

Our goal is to help each person to reach their potential so they may have a successful future, can enjoy their life fully..Remember helping the weak make you more stronger & you don't need a reason to help people..So, what are you waiting for ? come n join us.Do help and make differences.

Here is a little story of our inspiration -

A young girl was walking along a beach upon which thousands of starfish had been washed up during a terrible storm. When she came to each starfish, she would pick it up, and throw it back into the ocean. People watched her with amusement.

She had been doing this for some time when a man approached her and said, “Little girl, why are you doing this? Look at this beach! You can’t save all these starfish. You can’t begin to make a difference!”

The girl seemed crushed, suddenly deflated. But after a few moments, she bent down, picked up another starfish, and hurled it as far as she could into the ocean. Then she looked up at the man and replied, “Well, I made a difference to that one!”

The old man looked at the girl inquisitively and thought about what she had done and said. Inspired, he joined the little girl in throwing starfish back into the sea. Soon others joined, and all the starfish were saved.

- adapted from The Star Thrower by Loren C. Eiseley.




আপাতত আমারা ৫-৬ জনের একটা টিম কাজ করছি টোটাল বিষয় গুলো ম্যনেজের। আর যেহুতু নতুন তাই আমাদের সঠিক নির্দেশনারও অভাব আছে। আশা করি আপনারা পাশে থাকলে সেটার অভাব হবে না।



আর যার কথা না বললেই না – নাসের ভাইয়া ( ব্লগার বাকের ভাই ) , যার কাছ থেকেই আমাদের মুল অনুপ্রেরণা । ওনি নিজেই অনেক বড় কিছু দ্বায়িত্ব পালন করছেন। নাসের ভাইয়া অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়া আর পাশে থাকার জন্য ।



আমন্ত্রন রইলো আমাদের সাথে কাজ করার জন্য।



আমাদের অনির্বাণের পেজঃ https://www.facebook.com/onirban.org

ওয়েবঃ http://www.onirban.org/ (under working)





আমরা যেহুতু নতুন ভাবে নতুন কিছু শুরু করতে যাচ্ছি, সেহুতু আমাদের ভুল হতে পারে। ক্ষমা চোখে দেখবেন ও সংসধনের সুযোগ দিবেন ।







মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.