নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এখনো অনেকেই আছে ব্লগিং কি সেটায় বুঝেনা !

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

সেদিন আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলাম, হঠাৎ কেউ একজন আমাকে ডাকলেন। তিনি অতি পরিচিত। এলাকায় সন্মানীও বটে।
তো আমাকে ডেকে ভালো-মন্দ জিজ্ঞেস করিলেন।
যথাযথ সব গুলোর উত্তর দিলাম। কোন একসময় আমকে বললেন – বাছা তুমি কি ব্লগ এ নাম লিখায়ছো?(ব্লগিং)
বললাম হুম। কেনো? :O
তিনি বলিলেন বাছা এইসব করো না । যারা ব্লগ করে এরা সব নাস্তিক।
আমি ওনাকে বললাম- এটা আপনার ভুল ধারণা, সবই এক না।
ওনি নিঠেলিয়া বলিতে লাগিলেন- ১০০ ভাগের ভিতর ৯০ ভাগ ব্লগার নাস্তিক।
যেহুতু আমি একজন ব্লগার , সাংবিধানিক ভাবে আমার মাথায় ২০০ স্পিডে রক্ত বইতেই পারে। :P
তো আমিও তাহাকে বলিলাম- মহাশয় কোথাও ভুল হচ্ছে।
কিছু বাগবিতান্ড হলো।

মোরালঃ ভাই হাতের ৫ আঙ্গুল যেমন এক না , তেমনি সব ব্লগার নাস্তিক না।
১০০ ভাগের নন্যুতম অংশ জুড়ে আছেন নাস্তিকেরা। এদের শতকরা তে ৭-৯ ভাগ। বাকি সব ব্লগার এর হিসাব আলাদা।
তবে এই ৯৩-৯১ ভাগ ব্লগারের ভিতরে ১০ ভাগ ব্লগার মুসলিম।এরা আল্লাহ ও নবি কে বিশ্বাস করেন। ইসলাম মেনে চলেন। কিন্তু এদের ভিতরে একটা চুলকানি আছে সেটা হলো- এরা র্ধম নিয়ে যারা রাজনীতি করে ( র্ধম কে রাজনৈতিক হাতিয়ার করে) এদের বিরুদ্ধে। যেমন জামাত ইসলাম, পির বাবা , আলি বাবা, হেফাজত ইসলাম। এই ১০ ভাগ ব্লগার এদের চুলকানির বিরুদ্ধে।
আর বাকি ব্লগার গুলা স্বাভাবিক।

এখনকার লোক জনের এমন টেন্ডেন্সি হয়ে গেছে – ব্লগ কি যানেই না অথচ ব্লগার মানে নাস্তিক এটা সিউরলি বলেন।
যেটা আমাদের মত ব্লগার দের বিপাকে পড়তে হয়।
আর কয়েকটা নাস্তিকের জন্য এক্ষণ ব্লগিং করাটাও রিস্কি হয়ে গেছে।
তবে এটুকু ভালো লাগে যে অন্তত্য সামহোয়ার এর আলাদা নিয়মকানুন এর জন্য বাংলায় ব্লগিং টা এখন অনেকটা নিরাপদ আছে। অন্য সব ব্লগের অবস্থা তো যাচ্ছা তাই।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: ছোট ভাবে, ভালোই বলেছেন।

২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: নাস্তিক সমস্যায় সব ব্লগার। নাস্তিক না হয়েই নাস্তিক উপাধি শুনতে হয়।

৩| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭

জল ও ছবি বলেছেন: ভাই আমার বউ মাঝে মধ্যে কান্নাকাটি করে আমার কিছু একটা হলে কি হবে

৪| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৬

ছটিক মাহমুদ বলেছেন: দেখুন আমার একটি লেখা এ সম্পর্কিত: Black propaganda’: Is blogging a sin?
http://archive.thedailystar.net/beta2/news/black-propaganda-is-blogging-a-sin/

৫| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৮

অগ্নি সারথি বলেছেন: সহমত। কিন্তু এসব কথা তো 'বিজ্ঞ' মডারেশন মানতে চান না। অতীত স্মরন করাতে গেলে তাদের কাছে রুপকথা বলে মনে হয়। হাস্যকর।

৬| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

আরিফুর রহমান হাওলাদার বলেছেন: ভাই আমার একই অবস্থা

৭| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি ভালো বলেছেন। সম্প্রতি ব্যাপারটা আসলে খুবই জেনারালাইসড হয়ে যাচ্ছে। এক শ্রেনীর মানুষ বলছেন, মাদ্রাসায় পড়লেই জঙ্গী হচ্ছে আবার আরেক শ্রেনী বলছে ব্লগার মানেই নাস্তিক। এটা দুঃখজনক পরিস্থিতি।

৮| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৪

ব্লগ সার্চম্যান বলেছেন: এই বেড়া জাল থেকে বাহির হওয়ার উপায় আছে ।
আর তা হলো এ দেশে কোন মাদ্রাসা থাকবে না । আর কোন ব্লগিং সাইট থাকবে না । তাহলে দেখবেন কোন সমস্যা
নাই ।
কেননা আপনি যখন সরকারের পক্ষ নিয়ে কিছু লেখবেন তখন হয়ে যাবেন সরকারি চামুচ । আর বিরোধী দলের পক্ষে
লেখলে হবেন বিরুধী চামুচ ।
আর যদি ইসলামের পক্ষে লেখেন তাহলে হবেন রাজাকার । আর যদি কোন ইসলামি নিয়ে লেখা নিয়ে সমালোচনা করেন
তাহলে নাস্তিক হবেন ।

৯| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

সুফিয়া বলেছেন: ঠিকই বলেছেন আপনি। অনেকে জানেই না ব্লগ বা্ ব্লাগং কি, অথচ ধরেই নিয়েছে ব্লগার মানেই নাস্তিক। এদের এই ধারণা কবে যে দূর হবে ?

১০| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:

" মোরালঃ ভাই হাতের ৫ আঙ্গুল যেমন এক না , তেমনি সব ব্লগার নাস্তিক না। "

-হাতের ৫ আংগুল দিয়ে ব্লগার মাপছেন? ঐ লোক আপনার বেলায় ঠিকই বলছে।

-সব ব্লারই এক, এঁরা রবী ঠাকুর, নজরুল, নিউটন, হকিংস; আপনি ৫ আংগুলের ১ আংগুল।

১১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫১

রহস্যময়ী তনয়া বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন। আমি তো তেমন ব্লগ লিখিও না.।.।.। তবে ব্লগে আসা হয় শুধু লেখাগুলো পড়ার জন্য! তাতেই বাসায় কেয়ামত লেগে যায়। আব্বুর কথা হলো, বাংলা ব্লগাররা নাস্তিক। আমি কিছু ইংলিশ ব্লগে লিখালিখি করতাম, তখন এত আপত্তি ছিল না। কিন্তু আমি নিজের বাংলা উন্নতির জন্যই এখানে লিখালিখি এবং পড়া শুরু করি, তাতেই এত বিপত্তি :p আর আম্মু তো কথার আগেই কান্নাকাটি শুরু করে দেয় :(

আমার কথা হলো, ৯০ কেন? ৯৯%-ও যদি নাস্তিক হয়, আমি না হলেই তো হলো? ওভারজেনারালাইজিং বাংলাদেশের এক বিরাট সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.