নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

নো ভ্যাট অন এডুকেশন ! এখন নতুন দিকে মোড় নিচ্ছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

জাতীয় রাজস্ব বোর্ডের টোপ দেওয়াই অনেক আন্দোলনরত শিক্ষার্তী এখন বিভক্ত ।
এটা সরকার পক্ষ থেকে নতুন চাল।
ভ্যাট শিক্ষার্তী দের দিতে হবে না।
দিবে ভার্সিটি
আচ্ছা ভ্যাটের টাকাটা কি ভার্সিটি নিজের বাসা থেকে দিবে?
অবষ্যই এই টাকাটা স্টুডেন্টের উপর থেকেই তুলবে।
বিভক্তি টা এখন বড় ভুল !

সবাইকে বলবো আন্দলোন চলুক, যতক্ষন না হচ্ছে NO VAT ON EDUCATION!!

জিতবো আমরাই !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: শুধু বলবো শিক্ষাজ্ঞনেও নীতি নিয়েও রাজনীতি!! ধীক মানসিকতাকে!!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১

অজ্ঞাত অন্বেষা বলেছেন: আমিও মনে করি, ভার্সিটি কর্তৃপক্ষদের ভ্যাট দিতে বলা টা আন্দোলন এর সমাধান হিসেবে গন্য করা যায়না। কারন এটা হলে যেটা হবে তা হল, শুধু মাত্র আমাদের Semester fee payslip এ 'ভ্যাট' লেখাটি উহ্য থাকবে, কিন্তু টাকা টা ঠিক এ দিতে হবে।
আন্দোলোন চলুক।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

মিজভী বাপ্পা বলেছেন: আন্দোলন চলুক, কোন ভ্যাট তো দেয়াই হবে না পারলে সরকার কিছু অংশে ফি কমানোর ব্যবস্থা করুক। কিন্তু দেখেন সেটি করছে না। হ্যাঁ শিক্ষাক্ষেত্রে ভ্যাট যদি নিতেই হয় তাহলে সব ইউনিভার্সিটির ক্রেডিট ফি সর্বোচ্চ ১০০০ টাকা হতে হবে। যদি না থাকে তাহলে ভ্যাট ও দেয়া হবে না। ১০০০ টাকার উপরে ক্রেডিট ফি বাড়াতে পারবে।

সেটা তো করবে না সরকার তাই না। কারণ ঐটা করলে তো আর সরকারের বাকশাল কায়েম হবে না। আর পারলে সরকারি ইউনির জন্য এমন উদ্ভট নিয়ম করে দেখুক না। সারা বাংলাদেশ বন্ধ করে দিবে।

তাছাড়া ভাই অনেক টক শো তে বলছে এটা স্টুডেন্টদের করা উচিত হয় নাই। তাহলে করবে টা কি। এভাবে আন্দোলন করা ছাড়া আর কোন রাস্তা ছিল কি??? প্রাইভেট ইউনির স্টুডেন্টরা অনেক সহনশীলতার পরিচয় দিয়েছে। কোন প্রকার ভাংচুর করে নি। আর সরকারি ইউনি হলে এতক্ষণে ঢাকা শহরের অবস্থা কেরাসিন করে ফেলত।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

সুপ্ত আহমেদ বলেছেন: সহমত ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.