নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু লেখার নাই।

মোঃ জাকির আলম

মোঃ জাকির আলম › বিস্তারিত পোস্টঃ

রিকন্ডিশন গাড়ি কেনার বিষয়ে পরামর্শ চায়।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

Click This Link

https://www.carmudi.com.bd/2008-toyota-passo-78532-42.html


উপরে কারমুদির ২টি লিংক এবং দুইটি ছবি দিলাম। গাড়ির বিবরণঃ টয়োটা পাসো ২০০৮/২০০৯ মডেল। রিকন্ডিশন। টয়োটা পাসো মডেলের এরকম গাড়ীর দাম এখন কেমন হতে পারে। এই গাড়ির সার্ভিস কেমন। পার্টস এভেইলেবল কিনা। গ্যাসে চালানো যাবে কিনা। মেইন্টেনেন্স খরচ এরকম অবস্থায় কিনলে প্রতি মাসে আনুমানিক কেমন হতে পারে। ইত্যাদি বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আশা করছি।

বেশ কিছুদিন ধরে গাড়ি কেনার বিষয়ে ভাবছি। ভেবেছিলাম ৫-৬ লাখের মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ী কিনবো। কিন্তু অনেকের পরামর্শ নিয়ে বুঝতে পারলাম সেকেন্ড হ্যান্ড গাড়ী কেনা বেশ রিস্কি। তাই সেকেন্ড হ্যান্ড কেনার চিন্তা আপাতত বাদ। কিন্তু বাজেট তো আর খুব বেশি না যে ১৫-২০ লাখ দিয়ে করোলা বা সমমানের গাড়ি কিনতে পারবো। নেটে অনেক ঘাটা ঘাটি করে এই গাড়ির বিষয়ে জানতে পারলাম। তাই আপনাদের মতামত চাই। কেমন হবে এটা?

গাড়ি মূলত দরকার আমার ওয়াইফের জন্য। তাকে প্রতিদিন ২০ কিলো দূরে গিয়ে অফিস করতে হয়। তার যাতায়াতে সুবিধার জন্যই এই সিধান্ত। পরিবারে এই মুহুর্তে সদস্য সংখ্যা মাত্র ২ জন। আমি এবং আমার ওয়াইফ। আছি ঢাকার বাহিরে, বগুড়াতে। প্রতিদিন ওয়াইফের অফিসে যাতায়াত এবং মাসে এক বার দেশের বাড়িতে যাওয়া (১২০ কিলো দূরে), মোটামুটি এই কাজেই গাড়ি ব্যবহৃত হবে।

আশা করি প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছি। এখন অপেক্ষা আপনাদের মতামতের। অগ্রিম ধন্যবাদ রইলো।

আপনাদের থেকে পর্যাপ্ত তথ্য না পেলে রি পোষ্ট করতে পারি। সেজন্য দুঃখিত।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

নীল আকাশ বলেছেন: এই সাইট গুলি দেখতে পারেন। ফুয়েল ইকোনোমি দিক থেকে ঠিক আচছ কিন্ত cylinder small হবার কারনে লং ড্রাইভে সমস্যা হবে।
http://www.sbtjapan.com/kp-toyota-passo-review
http://www.cardealpage.com/column675.html

সম্ভব হলে 2nd generation এর মডেল নিন। After 2010.
সময় থাকলে নিচের সাইটা কয়েকদিন পরে দেখেন। এটা গাড়ি কেনার পরেও লাগবে।
http://www.pakwheels.com/forums/passo/186490-toyota-passo-daihatsu-boon-owners-fan-club
ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

মোঃ জাকির আলম বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার দেওয়া লিঙ্ক গুলো এতক্ষণ পড়লাম। অনেক প্রয়োজনীয় তথ্য পেয়েছি। শেষ যে লিংক দিয়েছেন সেটা অনেক কাজের। এখানে দেখলাম ৩/৪ সিলিন্ডারের কথা বলা হয়েছে। আপনি লিখেছেন সিলিন্ডার ছোট হওয়ায় লং ড্রাইভে সমস্যা, কি রকম সমস্যা হবে যদি একটু বলতেন। আর কত সিলিন্ডার হলে ভালো হয়।
সিএনজি তে কেমন সার্ভিস দেবে?
আমি লিংকে যে রকম উদাহরণ দিয়েছি, এমন কন্ডিশোনে কিনলে আগামী ৪-৫ বছর ঝামেলা বিহীন ভাবে সার্ভিস দেবে কি?
2nd generation এর মডেল এখন বাংলাদেশে পাওয়া যাবে কি? দাম কেমন?
অনেক প্রশ্ন করে ফেললাম। আশা করি উত্তর পাবো।
ধন্যবাদ

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

রাজীব বলেছেন: ভাই ছোট গাড়ি কিনবেন না। পরে সমস্যা হয়। বড় গাড়ি কিনুন। নতুন না কিনে ৮-৯ লাখের মধ্যে ২০০৩-২০০৪ এর সেকেন্ড হ্যান্ড করোলা এক্স কিনে নিতে পারেন।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

মোঃ জাকির আলম বলেছেন: ছোট গাড়িতে পরে কেমন সমস্যা হতে পারে ?

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

রায়ান রানু বলেছেন: I been using this car for last 5 year without any major problem. But I drive my car by myself.
Please ensure to buy 1300 CC to get CNG driving support. Don't got for 1000 CC.

Parts not much available like other car. Expensive Parts but if in New Recondition car, you don't need to buy parts unless an accident. For next 5 year, no new parts is required.

Compare to second hand car and price point, Passo is a good option. Toyota VITS is better than Passo. But Passo is the cheapest in market. If you don't drive by yourself, please recruit a very very good driver.

Since you are new as a car owner, don't go for any second hand car. All your week ends will be spend in garage.

At the end, Please remember, this is 'Made in Japan' car. Japanese engineers always think about a user like you before they made any design.

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

মোঃ জাকির আলম বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি সঠিক ধরেছেন। গাড়ির বিষয়ে আমার কোন অভিজ্ঞতা নাই। তাই ভালো মন্দ অনেক কিছুই বুঝতে পারছিনা। বাজেটটাও কম, সর্বোচ্চ ১০। তাই আপনাদের মত অভিজ্ঞদের মতামত আমার অনেক কাজে লাগবে।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১

রাজীব বলেছেন: যেহেতু ফ্যামিলি আছে, তাই কখনো হয়ত লংরুটে যেতে হবে। ছোট গাড়ি হলে মালামাল ধরবে না। তাছাড়া ছোট গাড়িতে চড়ে আরাম নেই। কেনার পরে গাড়িটি ছোট ছোট মনে হবে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

মোঃ জাকির আলম বলেছেন: রাজীব ভাই, ৮-৯ দামে যেসব করোলা গাড়ির বিজ্ঞাপন অনলাইনে দেখি, সেগুলোর বেশির ভাগই ৮০,০০০-১,০০,০০০ কিলো বা আরো বেশি চালানো হয়ে গেছে। এ বিষয়ে আপনি কি বলবেন ?
টয়োটা এক্সিও এর কিছু বিজ্ঞাপন দেখি ১০-১২ লাখের, ৪০,০০০-৫০,০০০ কিলো চলেছে। এগুলো কেমন? এই মডেলটি আমার কাছে বেশ পছন্দ হয়, মানে আউট লুকিং দেখে পছন্দ। এগুলোর রিকন্ডিশন দাম ১৫-১৬ মত দেখি। আমার বাজেটের অনেক বেশি।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

রাজীব বলেছেন: গাড়ি কত কিলোমিটার চলেছে সেটি কোন ব্যাপার না, গাড়ির কন্ডিশন কেমন সেটি হলো আসল কথা। ধরুন একটি লোকের বয়স ৪০ কিন্তু সে ডায়বেটিকস, হার্টের রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত। আবার কেউ হয়ত ৫০ বছর বয়সেও অনেক ফিট।

অতএব বয়সের চেয়ে ফিটনেস হলো আসল কথা। আর টয়োটা গাড়ির জন্য ১০-১২ বছর কোন বয়সই না। এগুলো কমপক্ষে ২০ বছর ভালো ভাবে চলে।
আমার সাথে স্কাইপ করতে পারেন

skype id is mrrazib

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

মোঃ জাকির আলম বলেছেন: ওকে রাজীব ভাই, সময় করে স্কাইপে কথা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.