নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

নিম ছায়া

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯

এখানে মৃত্যুও আসে, নিম গাছের ছায়ায়, পাতায় পাতায়;
গুনে দেখিনি কোনদিন, কতটা পাতায় কতটা মৃত্যু আসে, বাসা বাঁধে।
ভেবেছিলেম এই নিম গাছের শান্ত শীতল ছায়ায় বসে বসে আরও কিছু দিন বাঁচবো,
কিন্তু এই নিম গাছের ছায়ায়,পাতায় পাতায়, মৃত্যু আসে নিয়মিত;
সবুজ সবুজ পাতায় হলুদ হলুদ মৃত্যু গুলি, বাসা বাধেঁ যত্ন করে।
পৌষের বাতাস গায়ে মাখে নিম গাছ, পূর্ণিমারাতেও ছায়া পড়ে ;
জীবন ঘুরে এসে বসেছিলেম এই নিম গাছের ছায়াতলে,পৃথিবী কে ভালবেসেছি বলে,
কিন্তু এখানেও মৃত্যুর আনাগোনা হয় নিয়মিত , স্টেশনে ট্রেনের মত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: দাড়ি, কমা, সেমিকলন ইত্যাদির ব্যবহার সুন্দর ভাবে করা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.