নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

মনস্তাপ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

কতই তো ভুল ছিলো, না হয় মানছি;
কুড়ি বছরভর কত কালি মেখেছি-
এই দু'হাতে, ভেবেছি পার পেয়ে যাব,
আর সবার মত করে ছাড় পেয়ে যাব।
বক্ষ পিঞ্জিরার ভেতরে রাখা হল টাইম বোম,
ঘুঘু না দেখে, ফাঁদ না দেখে আটকে গেলাম-
নিশ্চুপ, অস্তিত্ব গ্রাসি, থমথমে এক অন্ধকারে।
অন্ধকার দেখেছি, গায়ে মেখেছি বারে বারে,
ভালোবাসে ছবিও এঁকেছি সবুজ জল রঙে,
কিন্তু এইরকম অন্ধকার দেখিনি জীবনে।
আবার ছন্দে ফিরি , ফিরি জীবনের আনন্দে,
অস্তিত্ব কাঁপে,স্বত্বা মাতে শুম্ভনিশুম্ভের দ্বন্দ্বে।
পায়ের সাড়ে তিন ধাপে ল্যান্ড মাইন পোঁতা হলো,
আর দাঁড়াবার সাধ্যি নেই-রাজপথ, নিয়ন আলো।
মাথার কাছের জানালা দিয়ে চুপ করে-
এক চিলতে আকাশ, উঁচু দালান চুয়িয়ে পড়ে।
আজ জিম্মি আমার শরতের সম্পূর্ণ গাঢ় নীলাকাশ,
ফুলে ফুলে সাদা কাশবন, শিশির ভেজা ঘাস।
ঘাসের গন্ধ, বৃষ্টি ভেজা মাটির গন্ধ নাকে আসে না,
নাকের তলায় ঠাণ্ডা গন্ধহীন গ্যাসে ফেরে চেতনা।
কোথায় আমার নদীর ধারে শিউলি তলায় শিউলি ফুল,
কেড়ে নিলো কে, আমার আষাঢ়ে নদীর উপচে পড়া দু'কুল।
কে ছিনিয়ে নিল হায়, চাঁদনী রাত, শরীরে নৌকার দুলনি,
জোছনা মাখা শাল বন, জংলা নদী , বাবুই পাখির বুননি।
এখন চিত্তজুড়ে ভয়,অসাঢ় দেহটা ভরদুপুরে রোদ মাখে,
সারাদিন যায় একঘেয়েমি, সন্ধ্যা নামে নগর পাখির ডাকে।
রোজ রোজ কত কথার স্রোত এসে ভাঙে এই মনে,
লিখতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে, একক অবধানে।
কেন লিখতে দিতে চাইছ না, ভাবতে দিতে চাইছ না,
নিঃশ্বাস নিতে দিচ্ছ না,ভালভাবে বাঁচতে দিতে চাইছ না?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.