নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

আমার সামান্য প্রিয় জীবন(একটি ছন্নছাড়া কবতে)

২০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৮

তুই আমার সামান্য প্রিয় জীবন
এখানে তুই উড়ে যাস,আমি না
যেখানে চুম্বনে জমছে সহস্র প্রতারণা
আর এক জীবন ধোঁয়ায় মিলিয়ে যায়
আমার কাছে সামান্য প্রিয় তুই
মাটি আর পাথরের অনেক উপরে ভেসে যাস
রাত গুলিতে আমার ঘুমের ভেতরে পাশ ফেরার সময়, মনেহয় যেন আমরা বাড়িতে ঘুমিয়ে আছি
আমরা গাছের ছায়ায় ছড়িয়ে ছিটিয়ে আছি
আমরা ঝড়ে যাওয়া পাতার মরমর ধ্বনিতে আছি
যেমন চাকুর ধারালো প্রান্তে একটি পাখি
আর ভালবাসা চিরদিনের জন্য হারিয়ে গেছে মধুর স্মৃতিগুলির ভিড়ে
স্টেশন ট্রেন থেকে দূরে সরে যায়
নীল আকাশ থেকে দূরে
দুটি ভাঙ্গা ডানার ফিসফিসানি শোনা যায়
সেগুলি তোরও হতে পারে অথবা আমার
তুই আমার সামান্য প্রিয় জীবন
যেখানে আমি আর আমার নেই
যেখানে তুই নাগালের বাইরে
যেখানে আমি পড়ে থাকি আর তুই উড়ে চলে যাস

[ছন্নছাড়া কবতে : ছন্নছাড়া কবতে নামকরণ করা হয়েছে ছন্দছাড়া কবিতা থেকে। মূলত জ্ঞানীগুণী ব্যাক্তিদের মতে ছন্দ ছাড়া কবিতা কেন, কোন সৃষ্টিই সম্ভব নয়। অনেকে বলে ছন্দ ছাড়া কবিতা হয় না হয় কবতে। কিন্তু ছন্দের ব্যাপারটা কিছুতেই বুঝতে না পারলে, কবিতা লেখার নিয়ম না জানা থাকলে, স্বতঃস্ফূর্ত অনুভূতির বন্যা কে কিভাবে কেউ মনে মাথায় বাঁধ দিয়ে আটকে রাখবে? এই বাঁধ ভাঙবেই! কিছু কথা আসবে অনবরত স্বতঃস্ফূর্ত ভাবে। হয়তো ছন্দে বা নিয়মে বাধার চেষ্টা করলে সেগুলি অনুভূতিহীন হয়ে যাবে ! তাই ছন্দহীন ভাবে সকল নিয়মকানুন ভেঙে মনের মত করে অনুভূতির স্বতঃস্ফূর্ত নিঃসরণ কে ছন্নছাড়া কবতে বলাহয়। ]

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৩

রেইড ইন স্কাই বলেছেন: যেখানে আমি আর আমার নেই
যেখানে তুই নাগালের বাইরে
যেখানে আমি পড়ে থাকি আর তুই উড়ে চলে যাস - এই কথা গুলো ছুঁয়ে গেল, মনে হল আমার নিজের ই কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.