নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

নোট# সময়-অসময়

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬


খেলনা এরোপ্লেন, গাড়ি,বন্দুক, তাদের রঙ, কারটা ভালো, কারটা খারাপ, কারটা আগেই ভেঙে যায়, কারটা সারাজীবন ঠিকঠাক থাকে।গাছ থেকে পারা বড়ই, আম, কাচা,পাকা।যে ঢিল ছুঁড়েছিল সে বেশীই পায়, যে বেশী কুড়তে পারেছে সেও বেশী পায় । পুতুলের বিয়েতে কেউ চুইংগাম,কেউ আবার লজেন্স পায়। সবচেয়ে বড় রঙিন বিদেশী ডাকটিকেট গুলি অদলবদল হয় না,টাকা দিয়ে কিনতে হয়, না হলে চুরি করতে হয়। সবসময় তামার পয়সাগুলি কারো হাতে থাকে, আর অনেকগুলি বিস্মিত চোখজোড়া ওগুলি দেখে।বাড়ির পোষা বিড়ালটা কার ডাকে সাড়া দেয়।দেখতে সবচাইতে সুন্দর কুকুরছানাটাকে যে করেই হোক পোষা চাই। অনেকদিন খড়িকাঠের বানানো ক্রিকেট ব্যাট দিয়ে নাম্বারিং করেও, একদিন দোকান থেকে কেনা স্পোর্টস ব্রান্ডের লোগো লাগানো সুন্দর ব্যাটটা যার হাতে, পার্টিভাগ করে খেলার সময় সেই ক্যাপ্টেন। স্কুল ড্রেসের সাথে কাপড়ে সাদা জুতোগুলি একটু বেশী বেমানান। জাম্প কেডস বা গোড়ালিতে লাইট লাগানো বিদেশী কেডস গুলি পরে জোড়ে দৌড়ানো যায়। নতুন কমিকসটার বদলে অন্য কমিকস নিয়ে পড়তে দেয়া যায় না, টাকা নিয়ে পড়তে দিলে আরেকটা নতুন কমিকস কেনা যায়। টিফিনের সময় দোকানে দেখে আসা কমিকস গুলি কিনতে রিক্সাভাড়া বাঁচাতে হয়,তাই রোজ রোজ হেটে স্কুল বাড়ি করতে হয়। একটা সময় প্রিয় কালো রাবারের ব্যান্ডওয়ালা ক্যাসিও ঘড়িটার থেকে আকর্ষণীয় হয়ে ওঠে চামড়ার ব্যান্ডওয়ালা চকচকে ডায়ালের ঘড়িগুলি। এদিকে স্কুল ব্যাগের আড়ালে চলতে থাকে, কিছু কিছু লুকানো জিনিষের কেনাবেচা, ধার নেয়া।চির চেনা চশমার খয়েরী রঙের গোল প্লাস্টিকের ফ্রেমটা বদলানোর তাগিদ আসে,চোখের পলকে রিক্সায় করে চলে যাওয়া হাসি হাসি মুখটা দেখে। এরপর একে একে আসে, জিন্স, সানগ্লাস, টি-শার্ট, হাতের ব্রেসলেট, ফ্রেন্ডশিপ ব্যান্ড, চুলের স্টাইল,বডি স্প্রে, বুটস, লাল ফুলের শুভেচ্ছা, বাইসাইকেল। অসময় আসে, সাদা ধোঁয়াটে চার পাশ, কলেজ কেটে আড্ডা, চায়ের কাপ,বিরহ, ব্যথা আরোও কত কি। শেষপর্যন্ত সমীকরণ গুলি বদলে যায়,স্মার্ট ফোন, সেল্ফী, স্ট্যাটাস আর চেকইন এ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

আমিন রবিন বলেছেন: নস্টালজিক সুন্দর পোস্ট

২| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:০৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!

৩| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি পড়ে কিছু বুঝলাম না।

৪| ০৮ ই জুন, ২০১৮ সকাল ৭:০০

অক্পটে বলেছেন: আমার বয়সটাকে আপনি ফ্রেমে বন্দী করেছেন। ধন্যবাদ। আমার শৈশবটা আমি গড়গড় করে বলে দিতে পারব এখন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.