নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

তবুও হৃদয়ে গান আসে

২২ শে মার্চ, ২০২০ রাত ১:৫৩


- শাহ্ নেওয়াজ
আজ পৃথিবীর গভীর অসুখ,
তবুও মনে পড়ে তোমার মুখ।
মুক্ত দানার মত মহামারী ছাড়াতেছে,
তবুও হৃদয়ে গান আসে, প্রেম আসে;
আজ হতে পনেরো বছর আগে
কোন এক বরষায়,পদ্মার তখন
ভরা যৌবন, কালো সুউচ্চ স্তন।
তুমি শুয়ে আছ, এলোচুল ছড়ায়েছে
নৌকার পাটাতনে, অলক গুচ্ছ পড়েছে
নদীর চোরা স্রোতের ভেতর।
তোমার তীক্ষ্ণ গ্রীবায় ঈশানের
কালো মেঘদল বুনো ঘোড়ার মত ধেয়ে আসিতেছে।
তবুও আমার হৃদয়ে তখন গান আসিতেছে।
আমি চেয়ে আছি তোমার পায়ের নূপুরে,
দু'পায়ের ছিলো কি? আমি চেয়ে আছি উদরে
তোমার। দেখিতেছি উন্মুক্ত নাভির ঢেউ,
পদ্মার উত্তাল ঢেউ , আহা! দেখেছে কি কেউ?
সুমনা! তুমি আজ হয়ে গেছ অজস্র গাংচিল।
আমার হৃদয়ে তবুও গান আসে, পেছনে মৃত্যুর মিছিল!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২০ রাত ২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

২| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.