নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

গভীর রাত, ভোর হতে অনেক দেরি

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৩২

#সাহায্য পোস্টঃ
আপনার পাড়া-প্রতিবেশির খোঁজ নিন। আমাদের দেশে একটি বিরাট অংশ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির, এদের কাছে আত্মসম্মানবোধটা একমাত্র সম্বল। এরা না খেয়ে থাকবে কিন্তু কারো কাছে হাত পাতবে না। ত্রানের লাইনে দাঁড়াবে না। এই লকডাউন পরিস্থিতিতে তাদের ইনকাম বন্ধ প্রায়। হয়তো ঘরের রসদ ফুরিয়ে এসেছে, কিন্তু তারা অসহায়। একটু শ্রদ্ধাভরে , বিনয়ের সাথে জিগ্যেস করুন, খাওয়া ঠিক ঠাক মত হচ্ছে কিনা? ঘরে রসদ কতদিনের মজুদ আছে? যদি সামর্থ্য থাকে সাহায্য করুন। এই মহাবিপদের সময় মানুষই পারে মানুষের পাশে দাঁড়াতে ( তবে হ্যাঁ ১ মিটার দুরত্ব বজায় রেখে)। আমার সাথে একমত হলে পোস্টটি শেয়ার করুন। আর কেউ যদি এমন থেকেই থাকে, সাহায্য করতে বিদ্যানন্দ - Bidyanondo Foundation এর সাথে যোগাযোগ করুন। তারা অবশ্যই সাহায্য করবেন।
★নিচের ছবিটি ঢাকার রাস্তায় বিদ্যানন্দের বিনামূল্যের সবজির মার্কেট, এখান থেকে যার যা প্রয়োজন হচ্ছে, শ্রেণি, জাতি, ধর্ম নির্বিশেষে নিজের পছন্দ মত নিয়ে যাচ্ছেন।
ছবিঃ বিদ্যানন্দ ফাউন্ডেশন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহতী উ্দ্যোগ!
এমন উ্দ্যোগ! সব এলাকায়/মহল্লায়
চালু করা উচিত।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঠিকানা কোথায়? ফোন নম্বর ?

২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:৩০

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন । মহত্ত্বের জয় হোক

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.