নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধের ইস্তেহারঃ পেটের ভেতর থেকে

২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৭


কয়লার আগুনের মত কমলা গনগনে ভোরের আকাশ।
এই বুঝি কারখানার বাঁশি বাজবে, শ্রমিকের ভারি নিঃশ্বাস।
কারখানাগুলো আজ দুইমাস হল শীতল কবরখানা হয়েছে।
মাসের হিসাব মনে থাকে, দুইমাসের বেতন পাওনা রয়েছে।
সরকার টিভিতে বলছে ঘরে থাক। বাইরে করোনা।
সাবান দিয়ে হাত ধোও, ধুয়ে যাও। বাইরে যেয়েও না।
ত্রান কর্তা আসে, ছবি তোলে, ত্রান চুরি হয়,লুট হয়।
কোটি টাকার প্রনোদনা, ত্রান তহবিল কারা পায়?
ঈশ্বর! হে ঈশ্বর তুমি আজ নেমে এসো, ত্রান কর্তা নয়,
ত্রান নিতে তুমি নেমে এসো, আমাদের মত পাও ভয়।
তুমি আবার উৎসর্গঃ কর নিজেকে, ক্রুশবিদ্ধ যিশুর মত নয়।
আমাদের মত না খেয়ে ধুকে ধুকে ত্রানের লাইনে দাঁড়িয়ে হও ক্ষয়।
অথবা করোনা ভাইরাসে শ্বাসরুদ্ধ হয়ে, তারপর নিজেকে কর ক্ষমা!
পেটের মধ্যে যে গুরগুর শব্দ হয়, তা আর কিছু নয় যুদ্ধের দামামা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন: এখন প্রতিদিন যুদ্ধ হচ্ছে

২| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.