নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

অনু কাব্য ১০

১৫ ই জুন, ২০২০ দুপুর ২:০৯


তোর ঠোঁটে আজ শেষ চুমুকে,
হারাবে রঙধনুরা।
বৃষ্টি নামবে আজ মাটির বুকে,
সোঁদা গন্ধে ঘুমের পায়তারা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:১৪

বিজন রয় বলেছেন: সোঁদা গন্ধ শব্দ দুটি আামর খুব পছন্দের।

২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:২২

উদাসী স্বপ্ন বলেছেন: এগুলো খাওয়া আর চোলাই খেয়ে মরা এক কথা। রাম খায় নাবিকরা। কেরুর রাম মানুষ ভুলেও কিনে না

৩| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কীসের ছবি?

৪| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৫৬

সুপারডুপার বলেছেন:



ছবি সার্চ করে নতুন তথ্য জানলাম যে বাংলাদেশে চুয়াডাঙ্গায় মদ, হুইস্কি, ব্র্যান্ডি, ভদকা , রাম ১৯৩৮ সাল থেকে উৎপাদিত হয় (Click This Link)। আরো জানলাম যে যমুনা গ্রূপ ২০০৯ থেকে অফিসিয়ালি হান্টার বিয়ার বানায় [(https://www.wikiwand.com/en/Hunter_(beer) ]। আমার অনেক ফরেন জিগাইছিলো বাংলাদেশে কি এলকোহল ড্রিংকস উৎপাদিত হয়? আমি কইছিলাম কিছু লোকাল দেশি মদ তৈরী হয়। কিন্তু এখন জানলাম বিদেশি মদ সরকারি ভাবে তৈরী হয়। অবাক হলাম যে, না জেনে তাদেরকে কিছু তথ্য দিতে পারি নি।

৫| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০৮

নেওয়াজ আলি বলেছেন: আর কোন ছবি ও লেখা নাই

৬| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: মদ আমি খাই না। আসলে মদ আমি পাই না। যা দাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.