নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

অনু কাব্য ১৩

২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৮


একটা মানুষের কতটা গভীরে
গেল তাকে চেনা যায়? নিরন্তরে
যে কেউ দিয়েছে ডুব? কী সুখ
কী আনন্দ যন্ত্রণা,ভিজিয়ে চোখ
কতটা গভীরে ভালোবেসে গেলে
হওয়া যায় এক,পরিতৃপ্তি ফেলে
অবসাদের দীর্ঘশ্বাস, প্রেম, কাম
সবকিছুর উর্ধ্বে পুড়ে যায় অহম
এক শরীর আরেক শরীরের খাদ
পুড়িয়ে "আমি"কে, হয় নিখাদ।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: মন যত পোড়ে তত খাটি হয়।

সুন্দর।

২| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:২৫

ইসিয়াক বলেছেন:
সুন্দর

৩| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

৪| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

৫| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
নিখাদ আনাল হক
চিৎকারে তখন 'আমি' একাকার

+++++

৬| ২৯ শে জুন, ২০২০ রাত ৮:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লিখেছেন। প্রথম লাইনে বানান ভুল থাকতে পারে ( নাও থাকতে পারে)। আমি কবিতা বেশী বুঝি না।

৭| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:২৯

নেওয়াজ আলি বলেছেন: পড়ে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.