নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

প্রিয়া আমার

১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৯


প্রিয়া তুমি আজ বাইরে এসো।
এলোমেলো হয়েই এসো ,
বাসরের পরদিন সিঁদুরে লেপ্টে
থাকে কপাল, খালি পেটে,
লাল আঁচল, আলতা রাঙা পায়
পুকুরে সে লাল রং মিশেছে হায়।
প্রিয়া তুমি আমার গেলাসে এসো
রাঙা সুরা হয়ে, আরও গভীর নেশায়,
যে আলো যন্ত্রণা তৈরি করেছে মাথায়।
হাত, পা, শরীর ভরিয়ে দাও অবসাদে
বিক্ষোভ, বিক্ষিপ্ত কবিতা আর প্রতিবাদে।
প্রিয়া তুমি আমার কলমে এসো আজ,
যার কালি ফুরিয়েছে বহুদিন হলো, নিলাজ
হয়ে সে পরে আছে দেরাজে
তার ক্রন্দনরোল বাজে, বাজে,
যেন নাচ ঘরে কেবল ঘুঙুর হাসে
তাচ্ছিল্যের হাসি, ঝাড়বাতি,বিলাসে।
প্রিয়া এসো তুমি আমার ভেতরে।
রাঙা হয়ে, মিলে যাই একাকারে।
আমাকে নিঃস্ব করে দাও
এসো প্রিয়া হাতটা বাড়াও।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: চাওয়া টা বেশ রোমান্টিক কবি দা

২| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কাব্য I

৩| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসাটাই জীবনে সব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.