নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

অভিমান

২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর পাড়ে
শুধুই গান গাই। কি আর
করি বলো মাগো, তুমিতো
আর নাই। অন্য গৃহে
থাক তুমি অন্য লোকে
বাস। কেমন করে আমায়
ছেড়ে করছ বসবাস?

এমন যদি হয় কখনো, আমি
হলাম মস্ত বড়ো গায়ক।
আসবে তো মা, শুনতে আমার
গান? ফেলে সকল কাজ।
রাতের তারা শুনছে দেখ
সেই পাখিদের ডাক।
যেই পাখিটা আমার মতো
শুধুই নির্বাক।
গান গেয়ে যে আজ ও আমার
ক্ষুধা মিটেনা ।
অভিমানী ঢেউগুলো
আর স্বপ্ন দেখেনা।
--------------
২২ শে ফেব্রুয়ারী -২০২৪.






মন্তব্য ৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৩

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!

২| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি ভালোই হয়েছে, তবে লাইনগুলোকে পুনর্বিন্যাস করে সাজালে আরও ভালো হতো বলে মনে করি।

৩| ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতাটি পড়ে শান্তি পেলাম।

৪| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

আপু আহসান ভাইয়ার মন্তব্য দেখে ঠিক করে নিন কবিতাটি

২৪ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

জিনাত নাজিয়া বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু দেরিতে হলে ও এখন আপনাদের মন্তব্য গুলো দেখলাম। ভালো লেগেছে। সবাই গরম এড়িয়ে ভালো থাকবেন।

৫| ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: চারজন ব্লগারের মধ্যে আপনি একমাত্র সব শেষের মন্তব্যকারী পাঠকের মন্তব্যের জবাবটি দিলেন, বাকি তিনজনকে উপেক্ষা করে। এর কারণ কী?

ব্লগিং এর জন্য এটা মোটেই কোন শুদ্ধাচার নয়। বাকিরাও তো সবাই আপনার কবিতাটি এ্যাপ্রিশিয়েট করেছে এবং একজন মাত্র কবিতাটি যেন আরও সুখপাঠ্য হয়, সে লক্ষ্যে ছোট একটি সাজেশনও রেখেছেন।

পাবলিক প্ল্যাটফর্মে লেখালেখি করলে এহেন আচরণ মোটেই কাঙ্খিত নয়। পাঠকের জন্য মন্তব্য উন্মুক্ত রাখলে কিছুটা সময় লাগলেও, সময় করে সবার মন্তব্যের উত্তর দিবেন, সেটাই কাম্য। আর উত্তর দিতে না চাইলে মন্তব্য অপশন বন্ধ রাখুন, নয়তো কারো মন্তব্যেরই উত্তর দিবেন না। বেছে বেছে মন্তব্যের উত্তর দেয়াটা অত্যন্ত অশোভনীয়।

৬| ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.