নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন পড়ি, শব্দ লিখি আর ভাঙা গলায় গান গাই

Zinat Imam

বেঁচে থাকার জগতটার চেয়ে লেখালেখির জগতটাই ভালো

Zinat Imam › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১২



বিগত ১ ঘন্টা যাবত তার জন্য ওয়েট করছি। এখনো এলো না। বার বার কল করছি তাও কল রিসিভ করছে না। রাস্তায় কিছু হলো কিনা!
একটুপর ফোন বেজে উঠলো....
-হ্যালো.. রিমি! কি ব্যাপার এতগুলো মিসড কল্? কিছু হয়েছে কি?
- আবীর তুমি কোথায়? কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো?
- হায়! আমি একদমই ভুলে গেছিলাম। আজকে দেখা করার কথা... স্যরি.. আমি ২০ মিনিটে চলে আসছি.. বাই।
১ ঘন্টা পর....
-কই.. কফি কিছু অর্ডার করেছো? মামা.. একটা কফি দিয়েন এই টেবিলে।
-হুম। একটা কফি কেন? তুমি খাবে না?
- গুণীজন বলে গেছেন, এক থালায় খেলে ভালবাসা বাড়ে। এজন্য ওই থিওরি তে আমরা এখন এক মগে কফি খাবো..রাগ কমবে, ভালবাসা বাড়বে। কি বলো?
- তুমি আর তোমার ঢং! এত বেলা করে ঘুম থেকে উঠলে কিভাবে চলবে, স্যার? চাকরি করবেন কিভাবে, সংসার হবে কি করে?
-চাকরি হবে কিনা জানি না, কিন্তু সংসার করার জন্য তুমি তো আছো। কেউ না থাকলেও, তুমি থাকবে। কারন তুমি আমাকে ভালবাসো।
-ওই যে কফি চলে এসেছে.. মামা, চিনি কম দিয়েছেন তো?
- কি, আমার কথার কোনো পাত্তাই দিলে না যে? ভালবাসো তো নাকি?
- হাহাহা, না একদম না। আমি কফি ভালবাসি। এই নাও তোমার জন্য একটা ঘড়ি কিনেছিলাম গত মাসে, দেয়া হয়নি। ভালো লাগলে পরো না হলে ফেলে দিও।
- ফেলবো কেন? ভালবেসে একটা উপহার এনেছো। অবশ্যই পরবো।
- ভালবেসে না। ৪০% ডিসকাউন্ট ছিলো তাই কিনেছি, হুহ!
-ও আচ্ছা আচ্ছা.. হুম ভালবাসা না.. ডিসকাউন্ট

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


লক্ষণ ভালো মনে হচ্ছে না, যারা পাত্তা দেয় না, ও কথায় কথায় 'ভালোবাসা' বলে, ওগুলো প্রফেশানেল প্রেমিক

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪

Zinat Imam বলেছেন: ঠিক ধরে ফেলেছেন, এরা হচ্ছে ডেটিং ফিল্ড এর প্লেয়ার। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট হলেও ভালই লিখেছেন।
চাঁদগাজী এর মন্তব্যের সাথে একমত।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২

Zinat Imam বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.