নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন পড়ি, শব্দ লিখি আর ভাঙা গলায় গান গাই

Zinat Imam

বেঁচে থাকার জগতটার চেয়ে লেখালেখির জগতটাই ভালো

Zinat Imam › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাত

১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৭



ক্লান্ত-পরিশ্রান্ত দেহের হাহাকার মিটে,
কারো কালো ঘন চুল আর লালরং ঠোঁটে
যান্ত্রিক জীবনের অদম্য কষ্ট আর নেই ঘুম রাতে,
সেই মায়াবতী-কোমলাঙ্গী বিনয়ী আমার হাতে

যখন আকাশ, সূর্য, চাঁদ, তারা ভুলতে বসেছি,
তখন শুধু তোমার নয়নেই হাজার জগত দেখেছি
তবে আজ কেন নেই আমার পাশে,
গভীর রাতের কথিকা নেই কেন বাহুডোরে?


ক্ষণস্থায়ী এ জীবনের একমাত্রিক সম্বল সেই চিঠি,
হ্যাঁ- তোমার সেই বারো পাতার প্রেমালাপ চিঠি
রাতের আধারে অনেক কষ্টের মাঝে আধো আলো,
তোমার আমার নীলগিরি কটেজের স্মৃতি গাড়

সিগারেটের ধোয়ায় আমার রুম গুমট হয়,
জানিনা, নতুন সঙ্গী সে কি আমাকে বোঝায়?
আমার জন্য প্রেম মানে তুমি, বেদনা মানে তুমি,
আমার নীল রঙা,সংসারী-স্বপ্ন  সবকিছুই তুমি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ ব্লগিং।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬

Zinat Imam বলেছেন: ধন্যবাদ...

২| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

গোলাম হাসনাইন আসাদুজ্জামান বলেছেন: অসাধারণ

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৩:৫২

Zinat Imam বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:০৬

Zinat Imam বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



বেশ হয়েছে কবিতাখানি! পড়ে খুবই ভাল লেগেছে কবি!

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৬

Zinat Imam বলেছেন: মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.