নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন পড়ি, শব্দ লিখি আর ভাঙা গলায় গান গাই

Zinat Imam

বেঁচে থাকার জগতটার চেয়ে লেখালেখির জগতটাই ভালো

Zinat Imam › বিস্তারিত পোস্টঃ

মেলানকোলী

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১:০৬



আমার সাদা শাড়ী, কালোটিপ, লালচুড়ি আর দুঃখ
সবই এক অন্যঘর আলোকিত আর অন্যের শখ্য
প্রভাতে প্রার্থনা, রাতের আর্তনাদ কি তার অর্থ?
সমাজবাদ, সমাজকর্ম আর বাস্তবিক বাস্তবতা

নয় কি সব ভণ্ডামো আর কেবলই প্রগলভতা?
শুধু অন্যের জন্য স্লোভাকীয় স্লোগান গাওয়া
দিনশেষে কঠিন মুহূর্তে আমরা সবাই হাওয়া
না না, সব দোষ নয়- সবই প্রকৃতির খেলা

কালভেদে, সমাজপতি আমরা সবাই অবহেলা
হবেসিয়ান থিওরি তে, মানুষ মাত্রই বর্বর প্রাণী
হয়তো তিনিও বুঝেছিলেন সমাজবিধির গ্লানি
আর আমি কে? কোনো স্যাডিস্ট নাকি ক্রিটিক?

উহু! আমি মানুষ, নাগরিক,শুধুই বাস্তবিক
প্রেম নেই, গান নেই, নেই কারো সাথে আলিঙ্গন
লিখি, লিখতে থাকি মানুষের কথন ও জীবনবেদন
বছরের পর বছর দেখেছি মন আর মনের ভাঙন

ভয় হয়,যদি কখনো আমারও হয় অরণ্যোরোদন?
জীবন্ত প্রকৃতি বলে আমি যথার্থই সঠিক
কিন্তু সাথে আছে, চলার পথে বিধাতা আর আশা
মানবী আমি, নারী আমি হয় নাকো হতাশা।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

গোলাম হাসনাইন আসাদুজ্জামান বলেছেন: ♥♥♥ মনের গহীনে নাড়া দিয়েছে।। অসাধারন♥♥♥

২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৪২

Zinat Imam বলেছেন: ধন্যবাদ।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

খুব সুন্দর সাজানো গোছানো কাব্য?

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৫১

Zinat Imam বলেছেন: না।অগোছালো গোছালো কাব্য।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:১২

ভ্রমরের ডানা বলেছেন:

আরে প্রশ্নবোধকটা ভুলে বসে গেছে। সরি!

১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:১৫

Zinat Imam বলেছেন: ইটস ওকে :)

৫| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবিতার মাঝে স্পেস দিলে পড়তে ভাল লাগে।

লেখা ভাল।
নিয়মিত লিখুন। আপনি দ্রুত প্রথম পাতায় আসবেন।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৬

Zinat Imam বলেছেন: ধন্যবাদ

৬| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার ধন্যবাদের জন্য ধন্যবাদ।
কিন্তু চার লাইন পর পর স্পেস কই?

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭

Zinat Imam বলেছেন: ডিটেইল অরিয়েন্টেড আপনি। খুব ভালো গুণ। সময় পেলে এডিট করে দিবো।

৭| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অসংখ্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.