নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন পড়ি, শব্দ লিখি আর ভাঙা গলায় গান গাই

Zinat Imam

বেঁচে থাকার জগতটার চেয়ে লেখালেখির জগতটাই ভালো

Zinat Imam › বিস্তারিত পোস্টঃ

স্বরণ

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:২১



স্বাধীনতা দিয়ে দেয়া যায় না
স্বাধীনতা ছিনিয়ে নেয়া যায় না,
লাখো মানুষের রক্তের অধিকার
জানাই সেই নর-পশুদের ধিক্কার!

যারা রাতের অন্ধকারে এসেছিল
শত শত বাঙালির প্রাণ কেড়ে নিয়েছিল
তবুও আমরা জেগেছি নতুন করে
গড়েছি এই বাংলাদেশ স্বাধীন করে

কিন্তু সেই অমর বলিদান ভুলতে নেই
ছেলেটি হারিয়ে বুড়ো মায়ের যে কেউ নেই
কিশোর বয়সের ছেলেটির প্রাণ টাও যে নেই
স্বরণ করি সবাইকে যারা আছে কিন্তু-নেই!

আমার এই বাংলা বেঁচে থাকুক অনেককাল
স্বাধীনতা-সুমধুর গান কানে বাজুক চিরকাল
স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমরা
তবে এই পণ করি- করবো তোমায় রক্ষা।

ছবিঃ The Daily Star
 

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়লাম? কবিতা কম বুঝি:( ছবিটা দারুন হয়েছে।

ছড়া-টড়া কিছু লিখতে পারেন না??

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১

Zinat Imam বলেছেন: ছড়ার মতোই হয়েছে লেখাটা....

২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ভাই, এই রকম না?

"কি করি আজ ভেবে না পাই" খাটাশ টার মত বা
শায়মা আপার মত???

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

Zinat Imam বলেছেন: হা হা হা... না ওইরকম লেখার হাত এখনো আসেনি

৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাহলে কবিতার সাথে দু-একটা গল্প লিখুন। মাঝেমধ্যে পড়ে যাব।

লেখা প্রথম পাতায় না গেলে, ব্লগাররা লেখা পড়তে চায় না। আমি পড়ি, আর জ্বালাই। এজন্য হাফসা আপা আর শায়মা আপাকে বলেছি, নতুনদের ইচ্ছামত জ্বালাবো!!!

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০০

Zinat Imam বলেছেন: এরপর গল্পই লিখবো তাহলে....

৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার যা ভাল লাগবে তাই লিখুন। আপনাকে ডাইভার্ট করলে আপুরা আমাকে ঠ্যাঙাবে:(:(
আমি পালাই!!!

খেজুরে আলাপ বাদ। কমেন্ট আর করব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.