নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন পড়ি, শব্দ লিখি আর ভাঙা গলায় গান গাই

Zinat Imam

বেঁচে থাকার জগতটার চেয়ে লেখালেখির জগতটাই ভালো

Zinat Imam › বিস্তারিত পোস্টঃ

কোটা-আন্দোলন এবং সম্ভাব্য পরিশেষ

১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৪



গত দুই-তিনদিনে অনেক কিছুই হয়ে গেলো। ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা, সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশী হামলা, ঢাবি হলের অান্দোলনরত এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ নেত্রীকে বহিঃস্কার, সড়ক অবরোধ, তীব্র যানজট এবং সোচ্চার আন্দোলনের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদি।

এইবার আসি মূলকথায়___! এতো আন্দোলন,এতো আলোচনা, দাবি একটাই- "কোটা সংস্কার" করতে হবে। আমরা সাধারন শিক্ষার্থীরা মাত্র ৪৪ শতাংশ পদে চাকরি করার সুযোগ পেয়ে থাকি। অন্যদিকে কোটাধারি যারা আছেন তারা আমাদের তুলনায় বেশি সুবিধা পাচ্ছে। কোনভাবে যদি এই কোটার পরিমাণ কমানো যেতো তাহলে আমাদের মতো সাধারণদের জন্য একটা সরকারি চাকরি নিশ্চিত করা কিছুটা সহজ হতো।

যাই হোক শেষ পর্যন্ত কোটা প্রথা বাতিল হলো। এখন এই সিদ্ধান্ত টিকে থাকবে নাকি থাকবে না, কোনো পাল্টা আন্দোলন হবে নাকি হবেনা, সংবিধান পরিপন্থী হচ্ছে কিনা- তা নিয়ে বহুমত,দ্বিমত, অভিমত রয়েছে। তবে, হ্যাঁ, মাননীয়
প্রধানমন্ত্রীর উপর আমাদের আস্থা আছে, আমরা শিক্ষার্থীরা তার নাতি-নাতনীর বয়সী এবং তিনি সকল সিদ্ধান্ত আমাদের ভালো-মন্দ বুঝেই নিয়েছেন আর ভবিষ্যতেও নিবেন। 

__কারন দিনশেষে আমরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাধারন শিক্ষার্থীরা একটা ভালো চাকরি পাওয়ার আশা রাখি; যার যার মেধা এবং যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগ দেওয়া হোক। এখন খুব বড় পরিসরে "সুযোগ হয়তো পেলাম, কিন্তু দুর্নীতি যেন অন্তরায় না হয়ে দাঁড়ায়"।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ব্লগ তো দেখি কোটা নিয়ে উত্তাল। ঢাকার আপডেট খবর কী??


দুর্নীতি যেন অন্তরায় না হয়ে দাঁড়ায়

আমার মতে আন্দোলনটা এটার জন্যও হবার দরকার ছিল??

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭

Zinat Imam বলেছেন: কোটা সংস্কার এর আন্দোলনে কোটা বাতিল অতঃপর আন্দোলন স্থগিত।

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এশা-মেশার কি অবস্থা?

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

Zinat Imam বলেছেন: হা হা হা.. এশা ইজ ব্যাক টু দ্য লীগ.. নিউজে দেখেছেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.