নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন পড়ি, শব্দ লিখি আর ভাঙা গলায় গান গাই

Zinat Imam

বেঁচে থাকার জগতটার চেয়ে লেখালেখির জগতটাই ভালো

Zinat Imam › বিস্তারিত পোস্টঃ

উপায়ন্তর

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬




মনে পড়লে অনেক কিছুই চোখে ভাসে
স্কুলের শেষে একসাথে মালাই কুল্ফি খাওয়া
স্যারের বাসায় আমার খাতা দেখতে দেওয়া
___ভোলানো বাৎসল্য আর কী!

 কখনো পাশে বসে তোমার প্রেমিকার গল্প শোনা
তোমার বাবা খুব রাগ করলে তোমার মনের গঞ্জনা
পরীক্ষার আগের রাতের তোমার অহেতুক দুশ্চিন্তা
শখের বাইকের জন্য অর্থাভাবে দুঃখবিলাস

যা হোক এখন সময় ভিন্ন, আজ দুজনা ছিন্ন
নতুন সাধন, নতুন স্বপ্ন অার নতুন আমরা
পরিবর্তনে পরিবর্তিত আমাদের মুখোশ
সঙ্গ খুঁজো, সঙ্গী চাও তাও নাকি আমার মতো?

জানি আমি তোমাকে, বুঝি আমি তোমাকে
যে, তুমি চাঁদ ধরতে চাও__ আকাশ পেতে চাও
এখন চাঁদ না হোক তাঁরা তো পেয়েছো
তবু এখনো মনের গহীনে কি হারাচ্ছো?

এর- উত্তর আমার জানা কিন্তু বলবো না
তোমার ডাকে সাড়াহীন শব্দ গাইবো না
এতকিছু তোমাকেই বুঝতে হবে নতুবা হবেনা
ফিরে আসতে হবে অজস্রবার, নয় আমায় পাবেনা।

ছবিঃ eighttracks.com

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: বাস্তবতার সাথে মিল রেখে কবিতা ! বেশ

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০

Zinat Imam বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। খুবই ভালো গেলেছে।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

Zinat Imam বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

Zinat Imam বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
মডুরা সেফ করেছে??

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

Zinat Imam বলেছেন: না তো, কেন?

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: নিবিড় অনুভূতিমালা

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

Zinat Imam বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

কাওসার চৌধুরী বলেছেন:


আইনের হাতে প্রেমের গীত তো ভালোই আওয়াজ করে। সুন্দর হয়েছে। শুভ কামনাপরাগ আপনার জন্য।
------ আমগো বাড়ি দাওয়াত রইলো।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

Zinat Imam বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৭| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০২

সৈয়দ তাজুল বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম।

আপনার স্বর্ণাভ ললাটে নিচের বাণীটি দৃশ্যমান! আমজনতা এর বিশ্লেষণ জানতে চায়!
বেঁচে থাকার জগতটার চেয়ে লেখালেখির জগতটাই ভালো

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

Zinat Imam বলেছেন: আমার মতে,বেঁচে থাকার জগত হচ্ছে বাস্তব জীবন, অন্যদিকে লেখালেখির জগত হচ্ছে গল্প,কবিতা এবং নিজের অবাস্তব কল্পনা দিয়ে গড়া যেখানে নিজের ইচ্ছামতো একটা জগত সৃষ্টি করা যায়; বাস্তব জীবনের মতো এতটা শক্ত নয়।

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
লিখেন তো দু-চার লাইনের কবিতা। পোস্ট দিতে এত দেরী হয় কেন??? X(


এভাবে লিখলে সামনের মাসেও সেফ হবেন না।:(

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১৬

Zinat Imam বলেছেন: ব্যস্ত মানুষ তো তাই

মডুরা আস্তে ধীরেই সেফ করুক.. তাড়া নাই :)

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

সানভী সালেহীন বলেছেন: শেষের চরণগুলি খুব ভালো লাগলো

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭

Zinat Imam বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.