নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন পড়ি, শব্দ লিখি আর ভাঙা গলায় গান গাই

Zinat Imam

বেঁচে থাকার জগতটার চেয়ে লেখালেখির জগতটাই ভালো

Zinat Imam › বিস্তারিত পোস্টঃ

নির্বোধ

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৯

লাল ফিতা বেঁধে দুই বেণী
সাদা সু আর নীলাভ সাদা আবরণী
মৃগ নয়না- সাথে অবার কৌতুহলী
দুনিয়া দেখেনি, না প্রেম বোঝেনি

ঘুমঘোরে দেখেছিলো রাজপুত্র আর রাজ্য
গোলাপি আভা, মুকুট, অপরূপ অপরাধী
কখনো পেয়ে বসবে ওইসব- কি তার সাধ্য?
চিরকুটে পেয়েছিলো সন্ধান, হয়েছিলো অবাধ্য

ছেড়ে গিয়েছিলো, বোঝেনি তার কষ্ট
বন্ধ ঘরে পুষেছিল অবাস্তব সব স্বপ্ন
কেঁদে কি হতো? তুমিই বলো?
আমরা এমনই! ভালবাসাতে নেই কোনো দ্বন্দ্ব

সারারাতের গল্পগুজব, আলোতে বিলাসিতা
প্রসাধনী তে ঢেকে রাখা কালো চামড়ার অহমিকা
বিগলিত মোম জমাট বেঁধে হয় শক্ত শিলা
রাজরানী হয়ে যায় সেই কালের- অবহেলা

এখন ঘুমঘোরে কাটে রাতদুপুর
সকালের বাসি চা কিন্তু পেট ভরপুর
সময় একভাবে চলেই যাচ্ছে
যেভাবে তুমি চলে গেছো
আমি চলে গেছি

সবাই এগোচ্ছে নিজ গতিবেগে
হলুদ স্বপ্ন বাম চোখে ধরে
সবার দিন আসে আসবে আমারও
সবার মতো করে বাঁঁচবো আমিও?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখকের কি খবর??

কবিতা যে কোন ছন্দে লেখা??
অমিত্রাক্ষর?? (হাফ গদ্য??)

ব্লগে কবিদের সংখ্যা......:P

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮

Zinat Imam বলেছেন: খবর হচ্ছে সকাল-সন্ধ্যা বৃষ্টি আর বৈরী আবহাওয়া

কবিতা আমি কোনো ছন্দ মেনে লিখি না, প্রফেশনাল কবি হলে লিখতাম

তবে হ্যাঁ, সনেট যে লিখি নাই এতটুকু নিশ্চিত।


কবিদের সংখ্যা কমবেশি থাকবেই... ব্লগ যেহেতু :)

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

Zinat Imam বলেছেন: মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ০১ লা মে, ২০১৮ ভোর ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। কবির সংখ্যা আরো বাড়ুক। কবিরা কোমল মনে অধিকারী হন। তারা দেশ পরিচালনা করতে পারলে জাতি লাভবান হতে পারে।

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৩১

Zinat Imam বলেছেন: সঠিক।

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৪| ২০ শে মে, ২০১৮ রাত ১২:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি ব্যাপার!!!

লেখক ব্লগে নিয়মিত নয় কেন??

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭

Zinat Imam বলেছেন: আইনের মোটাসোটা বইগুলোর নিচে চাপা পড়ে গেছি। ব্লগে আসার সময় পাইনি।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

মাহমুদুর রহমান বলেছেন: মন্দ নয়।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬

Zinat Imam বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.