নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন পড়ি, শব্দ লিখি আর ভাঙা গলায় গান গাই

Zinat Imam

বেঁচে থাকার জগতটার চেয়ে লেখালেখির জগতটাই ভালো

Zinat Imam › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১



আজ আমি হারিয়ে যেতে চাই। বহু দূরে। বিশাল নীল রঙা পাহাড়ে ছোট্ট একটা ঘর বানিয়ে, স্বপ্ন বুনতে চাই। এই কোন্ ঠাসা, চিপাগলির শহর ছাড়িয়ে তোমার হাত ধরে বেরিয়ে পড়তে চাই।

এইসব আমার আহ্লাদ। কোনো একদিন পূরণ হবে৷ কিন্তু তোমার সাথে ঘোরা হবে না। কেন, জানো?কারন, তুমি ভন্ড। তুমি প্রতারক৷

আধো- আলোর খেলায় আমরা মেতেছি। কখনো আলো জিতে যায়, কখনো বা আধার।
কোনো ভালবাসা নেই, কোনো ঘৃনা নেই। কোনো বর্তমান নেই, নেই কোনো অতীত।

সে না হয় যাক, অতীত বলে কিছুই নেই আমাদের। মনেও করি না৷ তোমার নতুন জীবনে কেমন আছো তুমি? নিশ্চয়ই খুব ভালো? চাকরি পেয়েছো শুনলাম। খবর টাও দিলে না।

তোমার জীবনে হয়তো খুব মূল্যবান মানুষের তালিকায় আমার নাম নেই। হয়তো ভুলেও আমার জন্মদিন ও মনে পড়েনা তোমার।

কিন্তু তোমাকে আমি ভুলিনি। তোমার সব খবর রেখেছি। প্রতিদিন নিয়ম করে তোমার ফেলে দেওয়া স্মৃতি পুষেছি। আবছা হতে দেবো না, নষ্ট হতে দেবো না, তোমার প্রতি আমার অকৃত্রিম মায়া।

ছবি সূত্র : India Times

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: ছ্যাক তো দেখি ভালাই খাইছেন

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

Zinat Imam বলেছেন: লেখালেখি করতে গেলে একটু আধটু ছ্যাকা খাওয়াই লাগে

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: লেখালেখি করতে গেলে একটু আধটু ছ্যাকা খাওয়াই লাগে


যৌবনে প্রথম এই ডায়লগ শুনলাম। যদিও আমি এখন থুড়থুড়ে বৃদ্ধ! অতি আশ্চর্য!!

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আধো- আলোর খেলায় আমরা মেতেছি।
কখনো আলো জিতে যায়, কখনো বা আধার।
কোনো ভালবাসা নেই, কোনো ঘৃনা নেই।
কোনো বর্তমান নেই, নেই কোনো অতীত।

.........................................................................................
সুন্দর লিখেছেন , লেখা চালিয়ে যান, চর্চার মাধ্যমে আরও ভালো হবে
..........................................................................................

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৯

Zinat Imam বলেছেন: এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.