নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেঁড়া ছেঁড়া অগোছালো স্বপ্ন

জুবায়ের বিন লিয়াকত

জীবন হোক ছন্দময়, স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক, জীবনের প্রতিটি দিন।

জুবায়ের বিন লিয়াকত › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের আজ জন্মদিন উপলক্ষ্যে ফেসবুকের কিছু অজানা এবং মজার তথ্য জানুন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০



★ উপরের ছবিটি ফেসবুকের প্রধান অফিস, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত।





★ উপরের ছবিটি ফেসবুকের প্রথম ইন্টারফেযের ২০০৪ সালে।



★ফেসবুকের যাত্রা শুরু হয় ২০০৪ইং সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে।

★ ফেসবুকের চেয়ারম্যান ও সি ই ও মার্ক জুকার বাগ।





★ ফেসবুকের সি ও ও হচ্ছেন সেরিয়েল সেন্ড বাগ।





★ ফেসবুকের সর্বমোট কর্মকর্তা ৫,৮০০ জন (২০১৩ সালের সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী)।

★ ফেসবুকের সাইটটি তৈরি করতে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ C++ ও php ব্যাবহার করা হয়েছে।

★ বর্তমানে ফেসবুকের সর্বমোট ব্যাবহারকারী ১.২ বিলিয়ন (২০১৩ সালের সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী)।

★ ফেসবুকে এখন পর্যন্ত একটা একাউন্ট থেকে ৫,০০০ জনের বেশী ফ্রেন্ড অ্যাড করা যায় না।

★ পৃথিবীর চারটি দেশে ফেসবুক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশগুলো হলো চীন, ইরান, সিরিয়া এবং ভিয়েতনাম।

★ এলিয়েন(Allien) নামে ফেসবুকে একাউন্ট খোলা নিষিদ্ধ এই নামে কেউ কোন একাউন্ট খুললে সেই একাউন্ট ফেসবুক কতৃপক্ষ ডিলিট করে দেয়।

★ “কোন মা তার বাচ্চাকে নিজের স্তন্যপান করাচ্ছে” এ ধরনের কোন ছবি কোন ইউজার ফেসবুকে আপলোড করলে তার একাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দেয়।

★ পৃথিবীর সর্বাধিক ব্যাবহিত ওয়েব সাইট গুগল এর পরই ফেসবুকের অবস্থান দ্বিতীয়।

★ ফেসবুকে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যেক্তি হচ্ছেন “রিইহান্না” এখন পর্যন্ত তার পেইজে ২০ মিলিয়নের বেশী লাইক রয়েছে।





★ বর্তমানে কেহ ফেসবুক কিনতে চাইলে তাকে খরচ করতে হবে প্রায় ১৫ বিলিয়ন ডলার।

★ ফেসবুকের মাধ্যমে অস্ট্রেলিয়াতে কোর্ট নোটিশ (court notice) এবং যে কাউকে কোর্টে উপস্থিতির জন্য ডাকতে (court sumon) পারে।

★ আইসল্যান্ডের নতুন সংবিধান তৈরির সময় সংবিধান কমিটি তাদের ড্রাফট সংবিধানটি সম্পূর্নরূপে ফেসবুকে শেয়ার করেছিল। পরবর্তীতে সে দেশের নাগরিকরা সম্পূর্ন ড্রাফট সংবিধানটির উপর ফেসবুকে মতামত জানিয়েছে। সেইসব মতামতের উপর ভিত্তি করে সরকার সে দেশে নতুন সংবিধান তৈরি করা হয়।

★ Facebook Addiction Disorder (FAD) হলো একটি মানসিক ব্যাধি। যারা অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে তারা সাধারনত এই ব্যধিতে আক্রান্ত বলে মনোবিদরা মনে করেন।



【★】【★】【★】ফেসবুক নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য

【★】【★】【★】







তথ্যসুত্রঃ ইন্টারনেট

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

শাকিল ১৭০৫ বলেছেন: চমৎকার পোস্ট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: শাকিল ভাই ধন্যবাদ

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

ফিলিংস বলেছেন: +++++++++++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফিলিংস

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

নতুন বলেছেন: বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন মন্ত্রী ফেসবুকে সরি বলেছিলো...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: হা হা হা হা ধন্যবাদ মন্তব্যের জন্য

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

বটবৃক্ষ~ বলেছেন:


:) থ্যাংস
মেলা কিছু জানলাম!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: ধন্যবাদ, আপনার জানার তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পেরে ভালো লাগছে।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

শহুরে কাউয়া বলেছেন: প্রিয়তে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.