নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেঁড়া ছেঁড়া অগোছালো স্বপ্ন

জুবায়ের বিন লিয়াকত

জীবন হোক ছন্দময়, স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক, জীবনের প্রতিটি দিন।

জুবায়ের বিন লিয়াকত › বিস্তারিত পোস্টঃ

নোকিয়া একটি অতীতের নাম !!!

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৮

মোবাইল বলতে একসময় অনেকেই নোকিয়াকেই বুঝত। নিম্নবৃত্ত হতে শুরু করে সমাজের উচ্চবৃত্তদের হাতের মুঠোতে সবচেয়ে বেশী শোভা পাওয়া মোবাইলটির নাম নিঃসন্দেহে নোকিয়া। বর্তমান প্রতিযোগিতার বাজারে নোকিয়ার হারিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

১৮৬৫ সালে ফ্রেডরিক ইডেস্টামের কাগজ নির্মাতা প্রতিষ্ঠান কতৃক নোকিয়া প্রথম প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে ইডেস্টাম তার এক ঘনিষ্ট বন্ধু লিও ম্যাচলিনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নোকিয়া কোম্পানি আকারে আত্মপ্রকাশ করে। প্রথম দিকে নোকিয়া বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পার্লস এনালাইজার জাতীয় ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রস্তুত করত।

১৯৮৭ সালে নোকিয়া সর্বপ্রথম মোবিরা সিটিম্যান নামে এন এম টি নেটওয়ার্কের অধীনে মোবাইল ফোন বাজারজাত করে।



১৯৯৪ সালে তাদের ২১০০ সিরিজের ফোন পৃথিবীব্যাপী প্রায় ২০মিলিয়ন কপি বিক্রির মাধ্যমে মোবাইল ফোন ইতিহাসে তাদের স্থান করে নেয়।



১৯৯৯ সালে নোকিয়া ৭১১০ সিরিজের মাধ্যমে ইন্টারনেট, ই-মেইল ব্যাবহারের সুবিধা সম্বলিত মোবাইল সেট বাহির করে।





২০০১ সালে ৭৬৫০ সেটটি দিয়ে তাদের সর্বপ্রথম ক্যামেরা সম্বলিত সেট বাজারজাত করে।

২০০৭ সালে তাদের কাজের স্বীকৃতি স্বরুপ আন্তর্জাতিক ভাবে পৃথিবীর ৫ম মুল্যবান কোম্পানি হিসেবে স্বীকৃতি লাভ করে।

অত্যন্ত সহজ ব্যাবহার বিধির কারনে শিক্ষিত, অশিক্ষিত, গৃহিণী হতে শুরু করে বাসার কাজের মানুষটির কাছেও এর সমান জনপ্রিয়তা অন্য মোবাইল নির্মাতাদের জন্য যথেষ্ট হুমকির কারন হয়ে দারায়।

২০১৪ সালের জানুয়ারিতে নোকিয়ার সেলফোন ব্যাবসা কিনে নেয় মার্কিন সফটওয়ার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। সম্প্রতি নোকিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে মাইক্রোসফট ইতিমধ্যে ওয়েবসাইটটি তাদের নিজেদের নামে চালানোর জন্য বেশ আট ঘাট বেধে নেমেছে।

নোকিয়ার ওয়েবসাইটে প্রবেশ করলে এখন যে লিখাটা দেখা যায় তা হচ্ছে "STEP INSIDE OUR NEW HOME" ইতিমধ্যে নোকিয়া নামে মোবাইল ফোন তৈরি বন্ধ হয়ে গেছে। নতুন চুক্তির অধীনে নোকিয়া মাইক্রোসফটের জন্য মোবাইল ডিভাইস প্রস্তুত করবে। মাইক্রোসফট সম্প্রতি এক বিবৃতিতে এআরএম ভিত্তিক আরও স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করছে। গ্রাহকদের এই মোবাইল ও ট্যাবলেট ডিভাইসগুলো সম্পর্কে তথ্যের জন্য এখন থেকে মাইক্রোসফটের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এভাবেই ধীরে ধীরে নোকিয়ার ব্যাবসা মাইক্রোসফটের নখদর্পণে চলে যাবে, কালের বিবর্তনে হয়ত নামটিও ধামাচাপা পরে যাবে। কিন্তু অনেক মুঠোফোন ব্যাবহারকারিদের হৃদয়ের স্মৃতিতে নোকিয়া নামটি লিখা থাকবে। এক সমীক্ষায় দেখা গেছে একটা বিশাল অংশের মানুষের জীবনের প্রথম সেট ছিল নোকিয়া।

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৫

মাঘের নীল আকাশ বলেছেন: অতীত মেনে করে দুঃখ পাইলাম!

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৫

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: আপনার মত আমিও কিছুটা দুঃখ পেলেও এটাই বোধহয় বাস্তবতা

২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬

এহসান সাবির বলেছেন: ২০৩ পঠিত, মাত্র ১টি মন্তব্য!!!

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: ধন্যবাদ সাবির ভাই পাঠক মন্তব্য না করে শুধু পড়তে পছন্দ করলে কি আর করা?? ভালো থাকুন

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬

আমিনুর রহমান বলেছেন:




NOKIA - এতো সহজ অপারেট করার মতো এই জীবনে আর একটিও পাইনি। মাইক্রোসফট নকিয়ার ১২টা বাজাইয়া দিলো :/

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: আমিনুর ভাই আপনার প্রথম মন্ত্যবের সাথে একমত দ্বিতীয়টা সময় সাপেক্ষ

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমার ১ম মোবাইল নোকিয়ার ছিল :||

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: আমারও

৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭

বটের ফল বলেছেন: কত ঘটন, অঘটন এই সেট কে নিয়ে!!!!!!!!!!!! এখনও চলছে নোকিয়া-১১০০ সেই ২০০৫ থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই। আমাদের বাসার প্রথম মোবাইল ফোনসেট ।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৯

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: ভালো লাগল জেনে

৬| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫

শাহরিয়ার রিদম বলেছেন: আমি এখনো ই৬৩ ইউস করি। এন৭০ ছিল আমার ফার্স্ট ফোন :(

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: এন৭০ আমিও একসময় ব্যাবহার করতাম

৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

মদন বলেছেন: টেকসই হার্ডওয়্যার আর ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিসটেমের কারনে নকিয়ার সবার মনে ঠাই করে নিয়েছিলো। সিম্বিয়ান অপারেটিং সিস্টেম থেকে নিজেদের আপগ্রেড করা অথবা এন্ড্রয়েড এ না আসা তাদের সব শেষ করে দিয়েছে।

নকিয়া ৫১১০, ৭১১০, ২১০০, ১১০০, ১৬০০, ৫২২০ এবং ৬০২০ ব্যবহার শেষে আমি এখন পুরামাত্রায় সিমফনী ভক্ত :)

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: সম্পূর্ণ একমত

৮| ২১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩০

মিনহাজুল হক শাওন বলেছেন: নকিয়ার সাথে আসলেই অনেক স্মৃতি বিজড়িত। সবারই মেবি নকিয়াই ছিল প্রথম ফোন।

তবে মাইক্রোসফটের অধীনে গেলেও এখন পর্যন্ত স্যামসাঙ আর এপলের একঘেয়ে ডিজাইনের বাইরে নকিয়া, তাদের ইউজার ইন্টারফেস, কনট্রোল সবই অনেক উন্নতমানের। হার্ডওয়্যার নিয়ে নকিয়া কখনোই কমপ্রোমাইজ করেনা জানি। কয়েক মডেলের লুমিয়া কাছ থেকে দেখে এটাই মনে হল যে নকিয়ার সলিডনেস কিছুটা হলেও আছে। জাস্ট ব্যাক্তিগত মতামত। :)

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০১

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: শাওন ভাই আপনার ব্যক্তিগত মতামতের সাথে সহমত

৯| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

কলমের কালি শেষ বলেছেন: স্মৃতি হয়ে গেলে । :(

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: হুম স্মৃতি হয়ে গেল

১০| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় তাহলে টিকে থাকা যায়। নোকিয়া সেটা পারেনি।

আমারও পছন্দের ছিল নোকিয়া এখন সিম্ফনী।

পোষ্টে ++++

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: সহমত, নোকিয়া যুগের সাথে সম্পূর্ণরূপে তাল মিলাতে পারেনি

১১| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬

হাসান রাজু বলেছেন: আমি কখনো নকিয়া ব্যাবহার করিনি । চারপাশে এতো বেশি এর ব্যাবহার ছিল যে আমি হয়তো বিরক্ত ছিলাম । কিন্তু এর মত সহজ অপারেটিং, আশাতীত ভাল হার্ডওয়ার ও উন্নত ব্যাটারি বাজারে আর কেউ দিতে পারেনি । এদেশের মানুষের ভুলতে সময় লাগবে .... নইক্কা মুবাইল আর গারমিনের ফেক্সি ।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: রাজু ভাই কথা সত্য "কিন্তু এর মত সহজ অপারেটিং, আশাতীত ভাল হার্ডওয়ার ও উন্নত ব্যাটারি বাজারে আর কেউ দিতে পারেনি । এদেশের মানুষের ভুলতে সময় লাগবে"

১২| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৭

অশ্রুত প্রহর বলেছেন: আমি নোকিয়া সি থ্রি ব্যবহার করেছিলাম। খুব সখের একটা ফোন ছিল।
দুঃখ আমার কিছু দিনের ভিতর সখের ফোন টা
চোরে নিয়ে গেল। .:(
এই দুঃখের কারনে নোকিয়া ফোন ব্যবহার করাই
ছেড়ে দিয়েছি। .:(

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: সি থ্রি তো বেশিদিন আগের কথা নয়, আপনার সখের ফোনটির জন্য সমবেদনা রইল

১৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৫

এইচ তালুকদার বলেছেন: আমার প্রথম ফোন ছিলো৬০২০,এখন ব্যাবহার করছি নকিয়া এক্স এল

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: আমারও প্রথম সেট ছিল নোকিয়া, আপনি জে এখনও নোকিয়াতে আছেন ভালো লাগল জেনে।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩

মিজভী বাপ্পা বলেছেন: এই অতীত অনেকটা বেদনা দায়ক বটে। ১ম মোবাইল সিমেন্স হলেও নকিয়ার সিম্বিয়ানের ফ্যান ছিলাম। এখন নকিয়া হয়ে গিয়েছে মাইক্রোসফটের। সামনে সম্ভবত জানালার সেট গুলো লুমিয়া/ মাইক্রোসফট ব্রান্ড নামে আসতে পারে :(

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২১

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: হমম ভাই এক সময় সিম্বিয়ান বলতেই নোকিয়াকে বুঝাত

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

রিফাত হোসেন বলেছেন: নোকিয়া অতীত, বর্তমান এন্ড্রয়িড :)


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.