নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেঁড়া ছেঁড়া অগোছালো স্বপ্ন

জুবায়ের বিন লিয়াকত

জীবন হোক ছন্দময়, স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক, জীবনের প্রতিটি দিন।

জুবায়ের বিন লিয়াকত › বিস্তারিত পোস্টঃ

জি মেইল থেকে সেন্ড করা মেইল ফিরিয়ে আনুন খুব সহজে

২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:৪০

হঠাৎ করে কারো উপর বিরক্ত, রাগান্বিত কিংবা অসাবধানতা বশত হয়ে হয়ে মেইল সেন্ড করে ফেলেছেন?
অথবা খুবই গুরুত্বপূর্ণ কোন ব্যাক্তির নিকট ভুল মেইল পাঠিয়েছেন?
হঠাৎ করেই সেন্ড বাটনে ক্লিক করেই ভাবলেন, কাজটি করা ঠিক হয়নি!!!
গুগল মেইলের (জি-মেইল) আনডু অপশন আপনাকে কিছুটা হলেও এধরনের সমস্যা থেকে পরিত্রাণ দিবে। সাম্প্রতিক গুগল মেইলে সংযুক্ত হয়েছে আনডু অপশন যেটা ব্যাবহার করে সেন্ড করা মেইল সর্বোচ্চ ৩০ সেকেন্ডের মধ্যে ফেরত নিয়ে আসতে পারবেন।

যেভাবে অপশনটি চালু করবেন:




প্রথমেই আপনার জি-মেইলে সাইন ইন করুন। এবার মেইল বক্সের ডান দিকের উপরে settings অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর উপরের দিকে থাকা অপশনগুলোর মধ্যে থেকে বামে General সিলেক্ট করা না থাকলে করে নিন। এবার লম্বা একটি তালিকা দেখতে পাবেন। এ তালিকায় নিচের দিকে নামতে থাকলে ঠিক ১০ নাম্বারে দেখতে পাবেন Undo Sent অপশন। এখানে ক্লিক করলেই ১০, ২০ ও ৩০ সেকেন্ডের তিনটি অপশন পাবেন এখন আপনার পসন্দমত সেকেন্ড নির্ধারণ করুন। আর্থাৎ কত সেকেন্ডের মধ্যে আনডু করতে চাচ্ছেন। সিলেক্ট করা হয়ে গেলে এ তালিকার নীচে থাকা save changes অপশনে ক্লিক করতে ভুলবেন না। এখন থেকে আপনার পাঠনো মেইল পাঠানোর পরেই একটি নোটিফিকেশন দেখাবে। সেখান থেকেই পাঠনো মেইল আনডু করা যাবে। আপনার কোনও মেইল আনডু করলে তা ড্রাফট বক্সে ফেরত আসবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে , গত ৬ বছর ধরে এই অপশনটি জি-মেইলের ল্যাবে পরীক্ষাধীন ছিল। অবশেষে ২০০৯ সালে এটি সম্পর্কে জি-মেইল প্রথম জনসমক্ষে তথ্য প্রকাশ করে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.