নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আমি কিছু বললে আপনার ভালো লাগবে না

০৬ ই মে, ২০১৫ সকাল ১০:৫৫

- মে দিবন গেল অথচ আপনি কিছু লিখলেন না । শিশু শ্রমের বিরুদ্ধে লিখতে পারতেন ।
- আমি চুপ থাকি । আমি কিছু বললে আপনার ভালো লাগবে না।
- কেন?
- আমি শিশু শ্রম সার্পোট করি । ওরা কাজ না করলে খাবে কি? ওদের জম্মই হয়েছে বাপ-মাকে খাওয়ানোর জন্য । সবাই ঠিক মত সেই দায়িত্ব পালন করে না । বেয়াদব পুলাপাইন । বাবা মা কষ্ট করে দুনিয়াতে আনলো । তাদের খাওয়াইবো না? কিন্তু ছোট থেকেই কোন কোনটা শয়তান । বাবা-মার সন্তান ব্যাবসা বোঝে না । নিজেরা ইনকাম করে নিজেরা খায় । শিশু শ্রম বন্ধ করে দিলে এরা খাবে কি?
- রাষ্ট্র দায়িত্ব নিবে ।
-বাংলাদেশের অবস্থা কি সে রকম আছে । বুকে হাত দিয়া কনতো ঠিক মত ট্যাক্স, কারেন্ট বিল দেন ।
- আপনি এ কথা জিজ্ঞাস করার রাইট নাই । আপনিতো নিজে ইনকাম করেন না। কষ্টের টাকা ট্যাক্স দিতে কষ্ট লাগে সবার । ট্যাক্স দিয়ে লাভ কি? সব শালা চোর ।
- এ চোর শালারাই কিন্তু রাস্তা, ঘাট সবই করে চুরি করতে করতে । ট্যাক্সের টাকা ঠিক মত পাইলে আরও উন্নতি হতো । বাচ্চাদের হয়ত কাজ করতে হতো না । শুনেন ভাই শিশু শ্রম বন্ধ হবে না মোটেও । কারণ শিশু জম্ম এক ধরনের ইনভেস্ট । আগে ইনভেস্ট বন্ধ করেন তারপর শিশু শ্রম নিয়া আর কথা বলতে হবে না । মামা সিগারেট লাগবর বদলে শিশুরা এসে বলবে আপনাদের এখানে আমার টেনিস বলটা আসছে ?
- আপনার আর একটা কথা খুবই বাজে ।
- মানুষতো । দুই একটা বাজে তো বলবই। কোনটার কথা বললেন।
- সন্তান ইনভেস্ট মানে ?!! মা কত কষ্ট করে সন্তানকে পেটে ধরে।েএকটা শিশুর জম্মের জন্য কত আয়োজন আপনে জানেন ? বাবা মা কি সন্তানেরটা খাইতে চায়?
- অবশ্যই চায়। দরিদ্র পরিবারে সন্তানের জম্মই হয় এ কারণে । এমনকি মধ্য বিত্ততেও এমন আছে । তবে বিষয়টা সচেতন ভাবে না । ধরেন একটা রিক্সাওয়ালা নিজেই চলতে পারেনা । কিন্তু পোলা পাইন ৩/৪ টা । কেন? বাংলাদেশের যে কোন টেম্পু স্ট্যান্ড যান, ৮০ ভাগ হেল্পারের বয়স ৫ থেকে ১২ । এদের আরও ভাই বোন আছে । তাইলে কন এদের কে পৃথিবীতে আনার কারণ কি? লাওহে মাহফুজে বসে চিল্লা চিল্লি করছিল দুনিয়াতে আসার জন্য । তারপর বাধ্য হয়ে বাপ মা নিয়ে এসেছে?!!
- আপনি অযোক্তিক কথা বলছেন।
- যুক্তিটা কি। এদের জম্মের পিছের যুক্তি কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩১

কানাই স্যার বলেছেন: আল্লার মাল ।

২| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৪

জহিরুলহকবাপি বলেছেন: আল্লার মাল B-)

৩| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:১৮

ঢাকাবাসী বলেছেন: ওদের জন্মটাই দুটি নরনারীর যৌনমিলনের বাইপ্রোডাকট। । ওদের জন্ম দেয়া মোটেই উদ্দেশ্য ছিলনা!।

০৬ ই মে, ২০১৫ রাত ১০:৫৮

জহিরুলহকবাপি বলেছেন: িন্তু জম্ম দেওয়ার পর উদ্দেশ্য তৈরী হয় । এটা শহরাঞ্চলে কিন্তু গ্রামে সেই একই । এমন কি বংশানুক্রমিক শত্রুতা থাকলে ছেলের আশায় সন্তান বেশি নেওয়া হয় এখনও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.