নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

বিলবোর্ডে বা চলন্ত বাসে “অালোকিত মানুষ চাই”

১৪ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৬

কলম্বাস এক ধরনের সামরিক সহায়তায় বা শাসনের সাহায্যে দাস ব্যাবসাকে ফুলিয়ে তুলেছিল। ভারতবর্ষে বৃটিশ শাসনও ছিল এক ধরনের সামরিক শাসন । ক্ষুধিরাম, ভগবত সিং, মাস্টার দা সূর্য সেন, প্রিতী লতা এ রকম অল্প কয়েক জন চেনার লক্ষকোটির প্রাণ নিয়েছে বৃটিশরা, বৃটিশ সামরিকর শাসকরা। গুলি, দুর্ভিক্ষ, দুর্যোগের দেশে ত্রাণ না দিয়ে কত মানুষ মারল।
পাশের দেশ মায়ানমারের সামরিক শাসনের ফলে কত যুবক তরুণ হারিয়ে গেছে? কত তরুনী অবিবাহিত মা হয়েছে? কত লক্ষ গর্ভপাত হয়েছে খুজলেই পাওয়া যায়?
সামরিক শাসনের ফলে বঙ্গবন্ধু নিহত, সামরিক শাসনের ফলে এ দেশে রাজাকাররা শত ভাগ পূর্ণবাসিত, সামরিক শাসনের ফলে রাজকারের পূর্ণরবাসক আবার নিহত। কত সেনা অফিষার মরেছে বাংলাদেশ ও পাকিস্তানে সেনা শাসনের ফলে?!
পাকিস্তান আজ জঙ্গীদের তীর্থস্থান, রাজধানী হয়েছে সেনা শাসনের ফলেই এ নিয়ে কারো কোন সন্দেহ থাকার কথা না।
সেনা শাসক ধর্ম বিক্রিকে একেবার প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছে। সেনা শাসক জিয়া এ দেশে মদের ও পতিতা পল্লীর লাইসেন্স দেয়।
সেনা শাসনের ফলে আসাদ গেট, নূর হোসেন চত্বর, মিলন সৌধ, সেনা শাসনের ফলেও ৭১ ।
আরও শত শত উদাহরণ দিতে পারি এমন দেশ বিদেশে, ইতিহাসের।
এ ভারত বর্ষে জঙ্গীবাদের প্রথম বীজ বপন করে বৃটিশ গোয়েন্দা সংস্থা দেশ ভাগের আচ পেয়েই। জামাত ইসলামের জম্ম দিয়ে।
মিরজাফরও এ বৃটিশদের সৃষ্টি।
একটা প্রবাদ মনে পড়ল : চোরে চোরে খালাতো ভাই ।
আরও একটা প্রবাদ : চোরে সাক্ষী গাটকাটা ।
বাইরের জামার চেয়েও অর্ন্তবাস পরিস্কার থাকা বেশি প্রয়োজনীয়। শেষ পর্যন্ত গন্ধ ঢাকা যায় না । চোরে সাক্ষী গাটকাটা ।
বিলবোর্ডে বা চলন্ত বাসে “অালোকিত মানুষ চাই” এর বিজ্ঞাপনের সাথে কোন এক বা একাধিক মাল্টিন্যাশানাল কোম্পানীর সাথে চুক্তি হতেই পারে জামাতে বেহশতের টিকেট বিক্রির অনুকরণে। যেমণ : জিপি ব্যাবহারে আলোকিত মানুষ হওয়া যাবে। আলোকিত মানুষ হতে গেলে গ্রামীন চেক, ড্যান্ডি ডাইং এর পোশক পরে পবিত্র হতে হবে । ইত্যাদি।
আমার একটা প্রশ্ন জাগে । শুধূ বই পড়লে যদি আলোকিত মানুষ হওয়া যেত তবে কোন বিজ্ঞানীর জম্ম হতো না, সক্রেটিস, এস এম সুলতান, টমাস আলভা এডিসন, জগদীশ চন্দ্র বসু, জীবনানন্দ দাশ, রবি ঠাকুরদের মত মহানদের জম্ম হতো না। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধাদের চেয়ে কারা আছে বেশি আলোকিত?!! তারা কয়টা অক্ষর চিনতেন কত জনে?!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.