নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

নতুন বলয়ের দিকে কি যাচ্ছে মুসলিম বিশ্ব

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

:
সিরিয়ায় কার্যত আই এস বা বিভিন্ন নামের জঙ্গিগোষ্ঠী শেষ। ক্লাস্টার বোমা ফেলে রাশিয়া একের পর এক IS এর মাটির নিচের অস্ত্র ভাণ্ডারসহ সকল স্থাপনা গুড়িয়ে দিয়েছে। মাইন ফ্যেক্টরি সহ সকল কমান্ড সেন্টার গুড়িয়ে দিয়েছে। কোন আক্রমণেই গত চৌদ্দ মাস ধরে চলা বার দেশ (সৌদী আরব,জর্দান, আরব আমি রাত, মরক্কো, তুরস্ক, ফ্রান্স,আমেরিকা, অস্ট্রেলিয়া,কাতার, কানাডা সহ আরও ) পরিচালিত আক্রমণের মতো সাধারন মানুষ মরেনি। হিসাবে নিশ্চিত দেখা যাবে আমেরিকান গংদের বোম্বিং এ IS এর তুলনায় সাধারণ মানুষ মরেছে কয়েকশো গুন। আমেরিকা শেষ দোহাই দিচ্ছে ওবামা অনুভূতির। পুতিনের নাক মিডল ইস্টে ঢোকানোর কারনে ওবামার অনুভূতি/ ছমমানে আঘাত লাগছে। ভাগ্যিস 57 ধারা নাই। থাকলে পুতিন গারদে। USA গংরা আবার ভালো খারাপ সন্ত্রাসী ভাগ করেছে। আর রাশিয়া খারাপের উপর আক্রমন চালাচ্ছে।
অন্য দিকে সৌদ পরিবার হুংকার দিয়েও এখন চুপ। তাঁদের বশংবদ মুফতিরা IS এর পক্ষে, রাশিয়ান আক্রমণের বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করেছে। যদিও কিছুদিন আগেই এর বিপরীত মতো প্রকাশ করেছিল এরাই।
হাজী খুনের ঘটনা, সৌদি সরকারের মিথ্যাচার মুসলিম বিশ্ব ভালো ভাবে নেয় নি। বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা সমালোচনা হচ্ছে । যা এর আগে হয়নি।সোশ্যাল,ইলেকট্রনিক মিডিয়া, নেটের বদলৌতে সাধারণ মানুষের কাছে পৌছে যাচ্ছে । যাঁরা ধর্মের কারনে সৌদি প্রেমিক ছিলেন তাদের কেউ কেউ ধর্মের কারণেই সৌদ পরবিরারের ধর্ম নিয়ে ভাবছে। আমাদের দেশের কথা ধরি। কয়েক মাস আগে যদি সৌদি আরবের নিষেধের পরও রাশিয়া আক্রমণ করার পর পর রাস্তায় জেহাদ শুরু হতো। বক্তৃতা দিতে দিতে কাঠ মোল্লার গাজী সালাদিন হয়ে গাড়ি ভাঙ্গতো। কিন্তু এবার তেমন কিছুই হয় নি। চুপচাপ ।
অন্যদিকে ইরান ইরাক এর মতো মুসলিম দেশগুলো শুধূ রাশিয়ার পক্ষেই নয় এক সাথে কাজও করছে। রাশিয়াও অন্য ইঙ্গিত দিচ্ছে । অন্য দিকে তুরস্কের দিকে ছুটছে পালানোর চেষ্টারত জঙ্গিরা। আমিরিকান বাহিনীর অংশ তুরস্ক এখন কি করবে। বর্ডার খুললে যৌন উন্মাদ, কোন আদর্শহীন দক্ষ পিশাচ না খুললে হতে পারে আরেক উইকিলিস।
সব মিলিয়ে এখন পর্যন্ত সৌদ পরিবার তথা আম্রিকানদের পক্ষে কোন মুসলিম অধ্যুষিত দেশে বিশ জনের ঐতিহাসিক কোন বিশাল জেহাদি মিছিল দেখা যায়নি বাইশ ফিট ব্যানার বা দুই ফুট ফেস্টুন হাতে। অদূর ইতিহাস দেখলেই বোঝা যায় বিষয়টা অস্বাভাবিক ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪

অবিবাহিত ছেলে বলেছেন: কি বললেন কিছুই বুঝলাম না B:-/

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৩

ইলি বিডি বলেছেন: ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.