নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্য ও শান্তির সুফল কতটা পাবো-1

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৪


ইঙ্গো মার্কিনিরা জাতিগত ভাবে বুদ্ধিমান হায়না প্রানী। যেমন আমরা বাঙালিরা জাতিগত ভাবেই মানবিক।
বৃটিশ তাদের দেশের প্রশাসন, পুলিশকে প্রশিক্ষণ দেয় : তুমি দেশের কর্মচারী। জনগন তোমার কর্তা। তাদের আচরণও সেই রকম। পুলিশ, প্রশাসন জনগনের সাথে কথা বলে অসীম বিনয়ের সাথে। কিন্তু এই বৃটিশরাই তাঁদের কলোনিগুলোতে প্রশাসন,পুলিশকে প্রশিক্ষণ দিয়েছে ঠিক তার উল্টা। সঙ্গত কারণেই তাঁরা এমনটি করেছে। তাঁরা একটা ঠ্যাঙ্গাড়ে বাহিনী করেছিল । তার জন্য সুচিন্তিত সিলেবাসও করেছিল। সেই সিলেবাস বা তার রেশ এখনও রয়ে গেছে। রাষ্ট্রের কর্মচারী হয়ে যায় জনগণের প্রভু। এরচেয়ে রাজাদের আমল ভালো ছিল। একজন রাজা। এখন প্রত্যেকটা সরকারি কর্মচারী রাজা। এদের আসলে কতটা দোষ দেওয়া যায়? বিসিএস প্রশিক্ষণ কেন্দ্র, সারদা পুলিশ একাডেমি ইত্যাদি থেকে এদের যা শেখানো হয় এবং কর্ম ক্ষেত্রে একই শিক্ষায় শিক্ষিত সিনিয়রদেরে দেখে যা শিখে পরবর্তীতে তাই করে। এভাবে এদেশে বৃটিশ সিলেবাস বা তার রেশ চলতে থাকলে আর্থিক যতই উন্নত হই না কে সৌন্দর্য ও শান্তির সুফল কতটা পাবো? বৃটিশরা ভারতবর্ষের উন্নতি চায়নি। চেয়ে ছিল শোষন করতে। তাঁরা যাওয়ার জন্যই এসেছিল। থাকার জন্য এলে প্রশিক্ষণ হতো বিপরীত।
(চলবে?)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২২

ভিটামিন সি বলেছেন: চলুক.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.