নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

গুপ্ত হত্যা মার্কেটের চালু শব্দ

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

পর পর কয়েক জন প্রগতিশীল মানুষ চাপাতির কোপ এবং একজন মারা যাওয়ার পর থেকে "গুপ্ত হত্যা" শব্দটা রাজনৈতিক মঞ্চ থেকে লোকাল বাসের ভীড়েও ইদানীং খুব চালু। আড়াল থেকে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করলে সেট কি গুপ্ত হত্যা না? গুপ্ত হত্যা চলছে। যাকে যে ভাবে পারছে মারছে তাঁরা । সাধারণ মানুষ মারছে আন্দোলন নাম দিয়ে । লেখক প্রগতিশীল অসাম্প্রদায়িক জামাত বিরোধীদের হত্যা করা হচ্ছে ব্লগার নাম দিয়ে। ব্লগার শব্দটার প্রতিশব্দ হিসাবে "নাস্তিক" শব্দটা ভালই তাঁরা বিশ্বাস যোগ্য করেছে। কোপ খেয়ে মরার পর সবাই নাস্তিক। অবাক লাগে এত সহজে তাঁরা কি ভাবে এটা বিশ্বাসযোগ্য করতে পারে মানুষের কাছে!! হিন্দু জগৎ জ্যোতিও নাস্তিক, যে এক লাইন ব্লগও লিখে নাই সে হয় বোলগার। আবার জামাত বিরোধী মাওলানা ফারুকী একই কায়দায় খুন হলে তা হয় শিরোনামহীন। কারন মাওলানাকেতো আর বোলগার, নাস্তিক বানানো যাবে না।
আওয়ামী লীগের কম মানুষ খুন হয়েছেন 2013 থেকে আজ পর্যন্ত? সেটার নাম রাজনিতী।
এসব পাইক্কা প্রেতাত্বার বিরুদ্ধে যারাই সরব তাঁদের খুন করা হচ্ছে ।
আমি সব হত্যার বিচার চাই। বিচার চাই এসব খুনীরা ধরা পড়েও সহজে জামিন পাওয়ার অনিয়মের। কোন খুনই আলাদা নয়। এক সূতায় গাথা রংবেরঙের পুতির মালা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.