নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

“একুশ মানে জামাত, জঙ্গী, আই.এস, জেএমবি, জঙ্গীদের নাপছন এমন কিছু না লিখা এবং না ছাপানো”

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

রোদেলার স্টল বন্ধ করা হয়েছিল মৌলবাদীদের দাবীর কারণে। কোন বই যাচাই বাছাই পূর্বক যদি সামাজিক, রাজণৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, ক্ষতির কারণ হয় তবে তা নিয়ে ব্যাবস্থা নেওয়া যেতে পারে। রোদেলার ঐ বইটি বাংলা একাডেমীর কেউই পড়ে নি। কিন্তু একটি বই এর কারণে শাস্তি পেল কত জন লেখক? অনেকে হয়ত জমি বিক্রি করে বা মা-বৌ এর গয়না বিক্রি করে বই বের করে ছিল সেই বই মেলায় প্রদর্শিন, বিক্রি হলো না অণ্য একটি মাত্র বইয়ের কারণে। এবারও বাশের কেল্লার দাবীর প্রেক্ষিতে “ব-দ্বীপ” প্রকাশনীর স্টল বন্ধ করে দেওয়া হয়। ধরলাম কোন একটি বই নিয়ে সমস্যা আছে সেই জন্য ঐ প্রকাশনীর সব লেখক শাস্তি পাবে? কেউ কেউ দেউলিয়াও হবে। সভ্য সমাজে এমন বর্বরতা ?!!!!
আমরা জানতাম “একুশ মানে মাথা নত না করা” কিন্তু বর্তমান ডি.জি গত চার বছরে আমাদের শিখাচ্ছেন “একুশ মানে জামাত, জঙ্গী, আই.এস, জেএমবি, জঙ্গীদের নাপছন এমন কিছু না লিখা এবং না ছাপানো” । আগামীবার বা তার পরের বার জামাতিরা সরাসরি দাবী তুলবে মুক্তিযুদ্ধ নিয়ে বই না ছাপাতে, তাদের বেশি অপছন্দের কোন বই তুলে নিতে বা স্টল বন্ধ করে দিতে। বাংলা একাডেমী তাই করবে। অবশ্য মুক্তিযুদ্ধ নিয়ে তাদের এক ধরনের অনাগ্রহ দৃশ্যমান। স্বাভাবিক ভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী প্রকাশ হওয়া উচিত ছিল বাংলা একাডেমী থেকে। হয় নি। মুক্তিযুদ্ধ নিয়ে তাদের উল্লেখ্য যোগ্য কোন কার্যক্রম নাই।
এফডিসি মৃত। বহু চেষ্টা করেও এটিকে আর বাচানো যাচ্ছেনা। বাংলা একাডেমীকে কি কৌশলে সেই দিকেই ঠেলে দেওয়া হচ্ছে?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: বোধয়।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

কবি এবং হিমু বলেছেন: অনেকে হয়ত জমি বিক্রি করে বা মা-বৌ এর গয়না বিক্রি করে বই বের করে ছিল সেই বই মেলায় প্রদর্শিন, বিক্রি হলো ন।

কি দরকার ভাই জমি বিক্রি করে বই প্রকাশ করার?এমন করে জমি বিক্রি করে লেখক হতে হলে তো দেশে দুদিন পর লেখকরা না খেয়ে মরবে।প্রকাশনার বিষয়ে আমার জানা খুবই কম।তাই ভূল হতে পারে।তারপর ও আমার মনে হয় জমি বা মা-বৌয়ের গয়না বিক্রি করে যে বই বের করে সে আর যাই হোক লেখক হবার যোগত্য রাখে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

জহিরুলহকবাপি বলেছেন: তাই?
রবি ঠাকুর ......................

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

বিজন রয় বলেছেন: “একুশ মানে মাথা নত না করা

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: এই সব বিকৃত মস্তিস্কের লোকদের কি ধর্ম অবমাননা ছাড়া লেখার অার কোন বিষয় নেই???

০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

জহিরুলহকবাপি বলেছেন: সব দিক থেকেই বিকৃত মস্তিস্কের মানুষ থাকে। তবে এরা তা না। এরা চরম চতুর

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

ডার্ক ম্যান বলেছেন: প্রকাশকের দায়িত্ববোধের অভাবের কারণে এই ঘটনা ঘটেছে। প্রকাশকের এমন কোন বই প্রকাশ করা উচিত না যার কারণে আশেপাশের লোক ক্ষতিগ্রস্থ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.