নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ব্যাবসার আরেক রুপ শুধূ হাত বদল ।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮

কিছু দিন আগেও জামাতি কালে জুম্মার দিনে উদ্ভট, সস্তা কিছু ধর্মীয় পোষ্ট পাওয়া যেত। যেমন : আলহামদুল্লিলাহ-আজ পবিত্র জুম্মাবার-কে কে নামায পড়তে যাবেন। সূকী মুসলমান হয়েছে, ক্লিনটন স্বপ্নে চান্দের দুই ভাগ দেখে গোপনে পবিত্র জুম্মার দিন মুসলমান হয়েছে ইত্যাদি, ইত্যাদি। জামাইত্তা উৎপাত এখন কম হলেও সে জায়গা দখল করেছে আওয়ামী লীগের লোক-জন, পেইজ, গ্রুপগুলো। ধর্ম ব্যাবসার আরেক রুপ। শুধূ হাত বদল ।
আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের যারা সত্যিকারের ধর্ম ভালবাসেন , দেশ ভালোবাসেন তারা সত্যিকারের কাজ করেন, প্রচার চালান যাতে ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হয়, ধর্ম ব্যাবসা বন্ধ হয়, দেশে শান্তি, ধর্মীয় সাম্য সমান থাকে।
মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে কাউকে কাফের, মোনাফেক বলা ফৌজদারী অপরাধ। আর আমাদের দেশে যে যারে ইচ্ছা শুধূ মুনাফেক কাফেরই বানিয়ে দিচ্ছে না, কল্লা ফেলে দেওয়ার ঘোষনা দিচ্ছে, দেয়। ধর্মের নামে এ ধর্ম ব্যাবহার সন্ত্রাসের বিরুদ্ধে পবিত্র দিনে লিখেন। আজ যে শুক্রবার এটা সবাই জানে। আপনার জানানোর দরকার নাই। দাবী তুলেন বাংলা খুতবা দেওয়ার নিয়ম করার জন্য। জুম্মার সময় খুতবায় জীবন চলার পথের পরামর্শ থাকে, বিধি বিধান জানানো হয়। আজকের আরবী খুতবা কে কে বুঝছেন একটু জানান।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.