নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

সতর্কতা মূলক দৃষ্টি আকর্ষণ :

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

সন্ধ্যায় দেখলাম শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র, তরুন ও সাধারণ কিছু মানুষ। বিকেল থেকেই পুরা জ্যাম ছিল এ কারণে। এক জনকে জিজ্ঞাসা করলাম ঘটনা কি? জানালো মাদারী পুরে ইউনিয়ন কাউন্সিল নির্বাচণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র পুলিশের গুলিতে খুন হয়েছে। তারা তার প্রতিবাদ করছে। মনটা একটু বিষাক্ত হলো। আহারে কোন মায়ের ছেলে। মরলো তো ফুরালো। “আর কি হবে এমন জনম বসবো সাধু মিলে”। বাসায় এসে নিহত সুজন রেজওয়ান অভির আইডি লিঙ্ক পেলাম ফেবুতে। ঢুকেই বেআক্কেল। মিয়া সাবরে পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার দল ভুক্ত সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। মিয়া সাব অভি সম্ভবত ছুপা ছাগু। আজকের শাহবাগ অবরোধের উদ্যোক্তা আসলে কে?? সাধারণ ছাত্র ছাত্রীদের সত্যিকারের আবেগকে কেউ বিপথে ব্যাবহার করছে কিনা জরূরী ভিত্তিতে দেখা প্রয়োজন। পুলিশের গুলিতে ছাগু নিহতে ঘটনা ছাগুরা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যাবহারের সুযোগ ছাড়ার কথা না। তার সাথে বামেরা যোগ দিলেতো কথাই নাই। যদিও বামেরা এখন ব্যাস্ত আর্মিকে বির্তকিত করতে এবং জান্নাতুল শিল্পীকে মুছে দিতে। এর আগে বিসিএস কোটা নিয়ে শাহবাগে “মেধা রক্ষা চত্বর” করা হয়েছিল। এর পুরো নেতৃত্বে ছিল ছাত্রদল। এবারও সুজন রেজওয়ান অভি নিহত হওয়ার ঘটনা নিয়ে একই অবস্থা বা নতুন কিছু ঘটতে পারে। ভালো করে আজকের ভিডিও ফুটেজ ঘাটলে হয়তো সাধারাণ ছাত্রদের সাথে ওয়ান্টেড ছাগুও পাওয়া যেতে পারে।
সাধু সাবধান!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

হোসেন মালিক বলেছেন: হ্যা জামায়াত-শিবির সাপোর্ট করলে তাদের খুন করা লিগ্যাল হয়ে গেছে??? কুকুরদের মেন্টাল সিকনেস কোন লেবেলে চলে গেছে ভাবলে অবাক লাগে।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

জহিরুলহকবাপি বলেছেন: অশ্লীল ও অযৌক্তিক ব্যাক্তির অস্ত্র কটু কথা : হযরত আলী (রা)
** পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে আসলে, পেট্রোল বোমা মারলে পুলিশ কি করবো? ওরে শান্ত করার জন্য তোর বোনকে ডেকে আনবে?

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০২

বিজন রয় বলেছেন: সাবধান।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭

জহিরুলহকবাপি বলেছেন: সাবধান

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩

হোসেন মালিক বলেছেন: ////অশ্লীল ও অযৌক্তিক ব্যাক্তির অস্ত্র কটু কথা : হযরত আলী (রা)
** পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে আসলে, পেট্রোল বোমা মারলে পুলিশ কি করবো? ওরে শান্ত করার জন্য তোর বোনকে ডেকে আনবে?////---------
হযরত আলী (রা) এর বাণী শুনিয়ে নিজেই আবার অশ্লীল কথা বললি। তোর মত কুকুরের মুখে হযরত আলী (রা) এর বাণী মানায় না।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০

জহিরুলহকবাপি বলেছেন: শুরুতো করলি তুই। আমি অশ্লীল বলি নাই -- জিজ্ঞাসা করছি করণীয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.