নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

১ ডজন বাউরি বাতাসে “উদাস” । চাইলে যে কেউ নিতে.......

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

১)
তুমি রাধা, তুমি বাধা
সে কৃষ্ণ, সে আধা।
বাউরি ঝড় যতই উড়াক, কত দূর আর যাবি
বেলা শেষে আধায় বাধা, ঠোটে ঠোটে হারাবি।

২)
বিকেলের সাথে গল্প করে গোধূলী।
মেয়ে তোমার হাসিতে তৃষ্ণা ঝরে
সেই কবে চলে গেছে মেঘ
ভীন দেশি গাছের ছায়া হলুদ পথে
রঙিন বিলবোর্ডে শহুরে আকাশ
তবুও বাতাসেরা কথা বলে।

৩)
আমরা পরানে পরান বেন্ধে থাকি
ঘর নাই, ঘর লাগে না -
নয়নের ভিতর নয়নে রাখি।।

৪)
উড়ে যায় সন্নাস্যী বিকেল
তোমার বাড়ি কোথায় গোধুলী মেয়ে,
পথের শেষে কোন শেষ নেই
ফেলে যাওয়া পথে যা দেখেছ,
তাই শ্বাশত, সুন্দর অথবা অসুন্দর।

৫)
অন্ধকার খেয়ে খেয়ে দরজায় দাড়ালে রাত রঙের মেঘ
ভিতরে জেগে উঠে ডুবে থাকা চর, পুরানো ভাবাবেগ
উড়ে যাই, পুড়ে যাই তীব্র দুখের ভাললাগায়
মেঘেরা কি মন জানে, গহীনের স্রোতে উজান ডুবায়।

৬)
এমন এক বাসন্তি বাতাসের রাতে মন বিবাগী হলে
আমি খুব আগ্রহ নিয়ে চুপিসারে অপেক্ষায় ছিলাম,
বাতাসে তার সকল পোশাক উড়ে যাবে। প্রেমিক অথবা পাপী।
উল্টা বাতাস আমায় উড়িয়ে নিয়েছে,
সেই থেকে আমি সুন্দর কচুরি পানা- আনন্দ বা বেদনাহীণ।

৭)
চান্দের বাত্তি নিয়া দাড়ায়ে আছি বহু শতাব্দি
তুমি কোন সিথানে রাত প্যাঁচার ডাক শুনো শতাব্দির পর শতাব্দি?!
জেগে জেগে চাদ ও প্যাঁচারা এক সাথে ক্লান্ত।
আসো, গায়ের গন্ধেরও কাছে। চাঁদ, প্যাচা নিজ সিথানে যাক
সব ব্যাকরণ ভুলে আসো- রাত নামাই
ঠোটে ঠোট, বুকের সাথে স্তন ডুবিয়ে ঘুমায়ে রই।

৮)
আজ রাতে বাতাস ভর্তি বাউলিয়ানা, পর্দা
এসো সখী স্পর্শ করি প্রতি স্পর্শ-
শহর, নগর, বারান্দা অথবা যে কোন খানেই
খুলে ফেলে সব অবগুন্ঠন, বাতাসের পর্দার রাতে।

৯)
এ বারান্দাটার প্রাণ আছে
প্রতি রাতেই ডাকতে থাকে আয় আয়,
বাতাসেরা বার্তা নিয়ে আসে, গল্প করে
অত:পর কম্পিউটারের কি বোর্ডে ঝড়।

১০)
এইখানে তুমুল মেঘের শ্লোগান
তথাপি এই খান শুষ্ক!
সেইখান সবুজ ও চির সতেজ ,বরষা না এলেও।
সেখানটায় এলোকেশী এক পুতুল থাকে..........

১১)
এ শহরও রাঙা হয় ফাগুনে
তুমি তখনও পুড়ো গ্রীষ্ম আগুনে।
ফুলের রঙে ঝিলিমিল তুমি সামনেে
এদিক সেদিক বর্ষা খোঁজ গোপনে।

১২)
যাবার সময় হয়ে ছিল শৈশবে
অথচ এখনও যাওয়া হয়নি।
মোহান্ধ আমি ঘুরি ফিরি
এক গনিকালয় থেকে আরে গনিকালয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.