নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

পরাজয়

০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪০

হেরে গেছি, কেঁদে মরি, দেখেনি ফিরে কেউ
কপালেরে বলি বারবার, বাঁচার উপায় দেও।
কপাল আমায় করে উপহাস, বড্ড হাসি হেসে
তাই বলে কি গেলাম হেরে, আমি অবশেষে?
যুদ্ধ মাঠে নামার আগে, ভেবেছি যে কত
থাকবে অনেক আগেও পিছে, মানুষ শতশত।
চেয়ে দেখি কেউ নেই পাশে, চারদিক আমার শূন্য
ভয় করিনা কাপুরুষ নই, আজ মানুষ আমি ভিন্ন।

হেরে গেছি, কেঁদে মরি, দেখেনি ফিরে কেউ
কপালেরে বলি বারবার, বাঁচার উপায় দেও।
কপাল আমার কহে রে ভাই, নাইতো তোমার কেউ
মরিলেও লইবে না খোঁজ, সেটা জেনে নেও
বলি আমি মাপুরে ভাই, অনেক আপনজন
বাঁচাতে আমায় ধরবে তাহার, বাজি জীবন পণ।
খোজে দেখি নেই সে পাশে, ঢংয়ের অভিমান
তাই বলে কি সইব আমি, হাজার অপমান।


অপমানের কথা যদি, বলতে আমি চাই
পারুলিয়া তরিকাটা, বলতে হবে ভাই
সুতা সেথায় আছে এক, অন্যরকম নাম
পারুলিয়া তরিকাতে, তার অনেক দাম
পারুলিয়া তরিকাটা, হইছে যে এমন
সভ্যতারই খোলস পরে, দেখায় অনেক আপন
ভুল করেছি আপন ভেবে, ভাবিনি খোলস সেটা
মেকিতে আজ অপমানিত, বাঁচবে কেমনে বেটা!

অপমানের কথা নাহি, নাইবা বলিলাম
বাঁচার উপায় খুজতে আমি, ধ্যানে বসিলাম
ধ্যানে বসে দেখি আমি, পথ আছে ভাই ভিন্ন
শুন্য থেকে করব শুরু, আজ মানুষ আমি অন্য।
বদলে গেছি তাই বলে ভাই, মনে কর কি?
না লড়ে যাই হেরে আমি, বোকা এমন নাকি?
করি না ভয় এসব আমি, অপমানের ভয়
সত্যের পথে সবসময়ই, কাটা বিছানো রয়।
(১মার্চ ২০১৪ কে উদ্দ্যেশ করে, ২৪শে অক্টোবর ২০১৪ তারিখে লিখা)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪৯

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো কবিতা ।

২| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ৮:১৭

খান মোঃ মূর্খ পন্ডিত বলেছেন: Thank you @ Badda dhaka

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.