নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

জীবন

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৪

জীবন আমার চলছে বয়ে
যেমন চলে নদী।
ক্ষণে উত্তান ক্ষণে পতন
যেমন হটে গদি।
নদীর জলে আছে যেমন
অনেক প্রখর স্রোত।
এ জীবনেও আসে তেমন
দুঃখ সুখের দুত।
সুখ দুতের আগমনে
আত্ত হারা হয়।
বৈশাখেতে নদী যেমন
টইটম্বুর রয়।
দুঃখ দুতের আগমনে
চোখে বয় নদী।
জীবনটাতে রিস্টার্টের
অপশন থাকত যদি।
বন্ধ করতাম জীবন চলা
যখন আসত দুঃখ নেমে।
নদী যেমন করে বন্ধ
স্লুইস গেটের ছলে।
গেইটে যখন জমবে
অনেক জল।
নদীর স্রোত পাবে ফিরে
পুরনো সে বল।
দুঃখ দিনে কষ্ট যেমন
ঘুম পারিয়ে নিব।
সুখ দুতের আগমনে
জীবন রিস্টার্ট দিব।
(১০ই ফাল্গুন, ১৪২১, ২২ই ফেব্রুয়ারী ২০১৫, রাত ১.০০)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.