নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখা

২৪ শে জুন, ২০১৫ রাত ১০:১৫

আমার সাথে কোন দিনও
হয়তো তোমার হয়নি দেখা।
তাই বলে কি নিষেধ আছে
তোমায় নিয়ে গল্প লেখা।
হয়তো কভু এক জীবনে
চোখ রাখিনি তোমার চোখে।
তাই বলেকি স্বপ্ন দেখা
বন্ধ রবে ইহলোকে।
আকাশ যখন আঁধার করে
হয়তো তখন চাঁদ দেখিনা।
তোমার প্রতি যে টান আছে
জেনে রেখো সব মেকি না।
আমারও এক আকাশ আছে
সেই আকাশের চাঁদ যে তুমি।
সেই আলোতেই রঙ্গীন থাকে
হয়তো কোন মরুভূমি।
হয়তো কভু তোমার সাথে
হাতটা ধরে হয়নি হাটা।
তুমি বিনে জানো কি এই
জীবনটা খুব সাদামাটা।
সাদামাটা জীবনটাকে
রাঙিয়ে দিতে আসতে পার।
এসেই না হয় জেনে নিও
আছে কতই স্বপ্ন আরো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:৪৯

অন্তু নীল বলেছেন: ভালো লিখেছেন...।

২| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৪৭

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: দারুন লেখেছেন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.