নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

নিস্ফল প্রেম

২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৮

আমি যে হারিয়েছি শত জনতার ভিড়ে
তুমি খোঁজ নাকো আমায়, নাকি খুঁজেছ নিখিলের মাঝে?
একই গগণের নীচে, একই সূর্যের আলো
বাতাসে বেঁচে আছি অপার ধরণি মাঝে।
আমিও নিশ্চুপ-নিরব তোমাকে খুঁজিনি ক্ষনিকের তরে,
তুবুও আছি দুজন, বিরহের মর্মপীড়া লালিত মননে।
এতদিনে ধীরে ধীরে হয়েছে যে ক্ষয়, ধরেছে কাঠ পোকা প্রেমে
তারপরও অপেক্ষায় মানুষ চিরকাল বেঁচে থাকে।
তবুও আমাদের ভগ্ন হৃদয়, হয়েছে সময়
অসময়ে মরে গেছে সব, নেই সে কলরব।
উফ! যদি না ডুবিত-মরিত না যদি প্রেম, না হতো ক্ষয়!
তবে আমরাই হতাম অমর-অক্ষয়!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩০

ব্লগার ফাহিম বলেছেন: ভালই লিখেছেন, চালিয়ে যান

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৪

খান মোঃ মূর্খ পন্ডিত বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০১

আহমেদ জী এস বলেছেন: খান মোঃ মূর্খ পন্ডিত,



এই ভার্চুয়াল জগতে কেউ কাউকে খোঁজেনা হিসেব ছাড়া । কারো মন কারো জন্যে কাঁদেনা ।

আরো লিখুন , জোরালো হোক আপনার কবিতার হাত ।

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৬

খান মোঃ মূর্খ পন্ডিত বলেছেন: ভার্চুয়াল জগতে নাইবা খোঁজউক, বাস্তবে খোঁজ করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.