নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

অযাচিত প্রেম

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮

নিস্পলক চোখের চাহনির মানে বুঝা ভার
অবুঝ বালকের তাই নিতে হয় বুঝ ধার
বুঝ ধার নিতে দারস্থ হয়েছে বয়স্ক যুবকের
সম্প্রতি যিনি উৎযাপন করবেন অর্ধশতকের
চাহনির যে মানে বুঝিয়েছেন তিনি, করিতে তা পুর্ণ
অবুঝ বালকের অধরা তাই সম্পর্ক আজ চুর্ণ বিচূর্ণ
হরিণ শাবকের মত ফ্যাল ফ্যাল সে চাহনির চাওয়া করিতে পারলে পুর্ণ
অবুঝ বালকও নিজেকে ভাবিত হয়েছে জীবনখানা একেবারেই ধন্য
কষ্ট হত না যদি চাহনিতেই সে চাওয়া থাকত সীমাবদ্ধ
হঠাত করে বারি এসে খাড়া যা ছিল এতদিন অক্ষি আবদ্ধ
অশ্রু হয়ত শুকিয়ে যাবে সময় কালে
অবুঝ বালক ভাবে অভিমানের কি হবে?
অবুঝ বালক চিন্তামগ্ন চাহনির সে চাওয়া বুঝাতে আমায় কেন চাও
কিসের সে অধিকার কি করে মোরে অভিমান দেখাও?
বাদলা দিনে অবুঝ হাওয়া বইবে যখন প্রবল বেগে
তুমি হ্য়তো ফিরবে সাবেকে পুর্ণ আবেগে
ততদিনে অবুঝ বালকই হয়ত চলে যাবে অনেক দূরে
তবুও বালকের একটিই চাওয়া ফির চাহিত তীর্থস্থানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.