নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৬

অসীম আকাশে নয়
নয় সমুদ্র গর্জনে
সুউচ্চ পর্বত নয়
নয় পাতাল গহ্বরে
ধুঁ ধুঁ মরুভূমিতেও নয়
নয় গহীন কাননে
নয় তাওরাত, বেদ,
নয় পুরাণ, যাবুরে
কুরআন, ত্রিপিটকে নয়
নয় রামায়নে
গীতা গ্রন্থসাহেবে নয়
নয় মহাভারতে
নয় বাইবেল
কিংবা শ্রীকৃষ্ণকীর্তনে
জগদীশ্বর থাকেন
মনুষ্য অন্তরে

মসজিদে, সিনামোমে নয়
নয় প্যাগোডায়
গীর্জায়, মন্দিরে নয়
নয় গুরুদুয়ারায়
বৈরাগ্য সাধনে নয়
নয় শুধু নামায-রোযায়
রাত্রি উপবাসেও নয়
নয় শুধু পুজা-অর্চনায়
তাঁরে যদি পেতে চাও শুদ্ধ করো মন,
পবিত্র অন্তর মাঝেই কর তাঁর অন্বেষণ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২১

মহান অতন্দ্র বলেছেন: " জগদীশ্বর থাকেন
মনুষ্য অন্তরে" ।
সুন্দর কবিতা।

২| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৫

মো কবির বলেছেন: আল্লাহ্‌ মানুষের অন্তরে থাকেন না। এটা একটি মারাত্তক ভুল কথা। ভাই কুরআন হাদিস পড়ুন এবং সঠিকটা জানুন।

"দুনিয়ার অধিকাংস মানুষ উজ্জ্বল কিতাব(কুরআন) ছাড়াই আল্লাহ্‌ সম্পর্কে বিতর্ক করে"-- সুরা হাজ্জ(৮)

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:২২

খান মোঃ মূর্খ পন্ডিত বলেছেন: আল্লাহর অস্তিত্ব যদি মানুষের অন্তরে না থাকে তাইলে সে অন্তর আল্লাহ মুখী নয়, আর তিনি মানুষ নন।
সৃষ্টির মাঝে স্রষ্টাকে খোঁজতে বলেছেন আল্লাহ, মানুষ সে রকমই তার সৃষ্টি।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪০

মাসূদ রানা বলেছেন: তাঁরে যদি পেতে চাও শুদ্ধ করো মন,
পবিত্র অন্তর মাঝেই কর তাঁর অন্বেষণ।


মনকে তো আর এমনি এমনিই শুদ্ধ করা যায় না । চর্চাই মনকে শুদ্ধ করতে সহায়তা করে, যে যত বেশী মসজিদ মন্দির প্যাগোডায় যাবে, বৈরাগ সাধন, নামাজ রোজা, রাত্রি উপবাস, পূজা অর্চনায় নিমগ্ন হবে সে তত বেশী শুদ্ধ হবে .........।

আশা করি বোঝাতে পেরেছি ।

৪| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৪

মো কবির বলেছেন: আপনি বললেন, আল্লাহর অস্তিত্ব মানুষের অন্তরে আছে । আপনি এই সম্পর্কে কুরআন থেকে কোন দলিল দিতে পারবেন ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.