নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ (প্রথম অংশ স্বার্থপরদের জন্য, শেষের অংশ নিঃস্বার্থ/ নির্লোভ মানুষদের জন্য)

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৭

ভালবাস মোরে এই শুধু জানি
বিনা প্রশ্নে তাই শুধু মানি
সুখকালে দিয়েছ আশা বলেছ আমায়
বিপদে দেবতা সম রক্ষিব তোমায়
কন্টক পথ দিব পারি
বাঁচি বা মরি রব তোমারি
হঠাত যবে পিছলে গেল পা
চাপরাশি! ভালবাসাকে খুঁজিতে যা
খুঁজিয়া হয়রান অবশেষে গেল পাওয়া লুকায়িত কোটরে
দুর্দিনের কথা শুনিয়া ভালবাসা মোর নড়বড়ে
মোর তরে কিসের সে ভালোবাসা তবে
গৌরবে কলঙ্কে যাহা সমান নাহি রবে
জানিনা আর জানিতে চাহিও না
তোমার তাতে দোষ আছে কিনা
সব দোষ আমা্র, নিয়েছি মোর গায়ে
যেমন দোষেরা ভালবাসে লুটাতে নন্দ ঘোষের পায়ে

তীর খাওয়া এ বুকে নিবাস তোমার
বাণবিদ্ধ হৃদয়খানা ভালবাসায় অপার
স্বার্থক জনম আমার যদি অমিলন থাকে চির হাসি
কোন কালেও যেন তা ঢাকিতে না পারে মেঘরাশি
তোমার তরে এই হস্ত এ হৃদয় চিরকাল অবিরত
তোমারি কাজে তোমারি তরে রহিবে গো রত
নিজের কথা না ভাবিয়া ভাবী কিসে তৃপ্তি হয় তোমার
পুস্প যেমন নিজেরে দিয়া বিসর্জন অঘ্য হয় দেবতার
সৌরভ বিলিয়ে পুষ্প যেমন সার্থক করে তার জীবন
আমিও ভোগ বিলাস দিয়া বলি লুটাই তোমারও চরণ
খোদা মোরে করেছে গ্রহন তোমারও রাহে
উৎসর্গিত হতে এ মন চাহে বারবারে
আমারে করেছ খোদা গ্রহন, আল্লাহ হাজারও শুকুর
জীবন ধন্য আমার যবে দেখি তোমার তৃপ্তির ডেকুর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১৪

বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.