নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

শাবিতে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক পিঠানোঃ দায়ভার কার

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির মত এত নোংরা রাজনীতি আর হয় না, আমি যখন ৪র্থ বর্ষের শিক্ষার্থী তখন আমার শিক্ষক আ.ফ.ম জাকারিয়ার বিরুদ্ধে নারী নিযার্তনের অভিযোগে সাধারন শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে জানার আগ্রহের মধ্য দিয়ে এ নোংরা রাজনীতির সাথে আমার পরিচয় হয়। আমি তাজ্জব হলাম এ দেখে যে কোন ছাত্রী কিংবা কোন নারী তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ করেন নি কিন্তু তাঁর বিরুদ্ধে মিছিল হচ্ছে র্যােলি হচ্ছে, যা ছিল চরম মিথ্যা ও মারাত্মক হিংসাত্মক রাজনৈতিক আর সাধারন শিক্ষার্থী ছিলেন ছাত্রলীগের ভাইয়েরা। যাই হোক সে দিকে না যাই। বলছিলাম আজকের পরিস্থিতির জন্য শিক্ষকরাই দায়ী সে দু কারনেঃ- (১)নিজেদের নৈতিকতা না থাকলে শিক্ষার্থীর মাঝে কেমন করে নৈতিকতার জন্ম দিবেন (সিলেকশন পাওয়ার জন্য অনেক সময়ই তারা নৈতিকতা বিসর্জন দিয়ে থাকেন)। যারা নৈতিকতার জন্ম দিতে পারেননা তাঁর পিঠা খাওয়া প্রাপ্য। (২) আমি শফিকুর রহমান থেকে সালাহ উদ্দিন পর্যন্ত আপদ বিদায় (ভিসি তাড়ানো)আন্দোলন দেখেছি, ভিসিদের অপমান অপদস্ত হতে দেখেছি বা শুনেছি, সব চেয়ে বেশি করুণ মোসলেহ উদ্দিন সাহেবের বিদায়, মোসলেহ উদ্দিন সাহেবের বাসায় যখন আগুন লাগিয়ে দেয়া হয়েছিল, যখন তাকে টেনে হেছড়ে বাসা থেকে বের করা হয়েছিল, তখন সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যে শিক্ষকরা তারা ভেবেছিলেন তারা প্রভু, আজ খুব মজা পাচ্ছি তাদের পরিনতি দেখে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, যাকে বলা হয় natural justice, আজ তারা অপমানিত!!! কাদের হাতে??? এত দিন যাদেরকে বিড়ালের মত পোষেছেন। হামলাকারীদের বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, শিক্ষার্থীরাও সচেতন হোক শিক্ষকরা যেন শিক্ষার্থীদেরকে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার না করতে পারে, আর শিক্ষকদের কে বলব আপনারা জ্ঞানি মানুষ জ্ঞান বিতরনে থাকেন আর বিড়াল পোষা ছাড়েন কারন নিজের বিড়াল অন্যকে আক্রমন করবে কিন্তু মাঝে মাঝে আপনাদেরকেও মেও বলে ফেলতে পারে। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.