নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

বর্ষা শেষে শরৎ এলো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

কাগজ কলম হাতে নিয়ে
বসে আমি ঘাটে ,
কি লেখবো সন্ধ্যা কালে
কলম নেই যে সাথে ।

সন্ধা যখন পেরিয়ে গেল
সাঙ্গ হলো কাজ ,
মনে মনে ভেবেছিলাম
আসবে না কেউ আজ ।

বৃষ্টি ভেজা সন্ধা কালে
অনেক বেশি মনে পরে,
প্রিয়ে তুমি আসবে বলে
কেঁটে যায় রাত।

রাতের আঁধার অনেক কালো
বর্ষা শেষে শরৎ এলো,
হিম কুয়াশা লাগে ভালো
ভিজে দুবা ঘাস।

শিশির ভেজা দুবা ঘাস
মিটি মিটি হাসে,
উড়ে যায় সাদা বক
চক চকে ডাকে ।

পান কৌড়ে আর বালি হাঁস
ঝিলের জলে ভাসে ,
সকাল বেলা দৃষ্টি দিলে
চোখে ভেসে উঠে।

ভেসে উঠে সেই বর্ষার জলে
ময়লা অাবর্জনা ,
শরতের শুরুতে হয়
একটু যন্তনা ।

যন্তনা নয় সে তো
তবে যেন লাঞ্জনা ,
ফুটেছে গাছে কদম ফুল
চেয়ে দেখো না ।

চেয়ে দেখো ঐ নদীর চড়ে
দক্ষিনা হাওয়া দুলছে,
কিছু বালিকা আপন মনে
কাশফুল গুলো তুলছে।

চেয়ে দেখ ঐ নীল আকাশে
রং ধনুর খেলা,
মেঘে ডেকে যাচ্ছে তবে
কে আছো একটু দেখনা।

ভালো লাগেনা মেঘলা আকাশ
শীতেন যাতনা ,
সুখের শরৎ চলে যাচ্ছে
কয়েক মাস আর ফিরে পাবো না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.