নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

নাম না জানা সম্পর্ক

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু সম্পর্কে জড়িয়ে থাকে যেগুলোকে ঠিক ভালোবাসা বলা যায়না আবার বন্ধুত্বও বলা যায় না। এগুলো বন্ধুত্বের চেয়ে বেশি আবার ভালবাসার চেয়ে কম। এ সম্পর্কে একজন আরেকজনের জন্য হাসতে পারে, কাঁদতে পারে শুধু নিজেদেরকে উজার করে একে অপরকে পরিপূর্ণ ভাবে ভালোবাসতে পারে না বা তাদের মাঝে উজার করা ভালবাসা হয়ে উঠেনা। একে অপরকে বাঁচার পথ দেখায়, কঠিন মুহুর্তে পাশে দাড়ায়, বেঁচে থাকতে শিখায়, সংগ্রাম করে ঠিকে থাকতে প্রেরণা যোগায়, মানুষের ভালোবাসা পাওয়ার গল্প শোনায় তবুও শেষ পর্যন্ত তাদের দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক হয়ে উঠেনা বা ভালবাসে না। এগুলো ভালোবাসার কাছাকাছি কিছু! এগুলো ভালোবাসার কাছাকাছি কিছু হয়েই থেকে যায়! এই সম্পর্কগুলোর এখনো নাম দেওয়া যায়নি। অনাগত ভবিষ্যতেও যাবে কিনা সন্দেহ। এই ভাললাগা ভাললাগা খেলার মাঝেই গল্প শেষ পর্যায়ে এসে দাড়ায়। দেখা যায় দুজনের একজন হঠাৎ হারিয়ে যায়। এ বাধন হঠাত ছিন্ন হয়ে যায়। বাধন ছিড়ে যাক, তবু ভালোবাসা না হারিয়ে যাক। দু’জনই সুখে থাকুন কিন্তু একে অপরকে মনে রাখুন, সম্পর্কগুলোর গভীরতা কমই হোক, ঘন অমাবস্যায় চাঁদ না হলেও নক্ষত্রের মত ঠিকে থাকুক। এ হয়তো আমার প্রত্যাশা, কিন্তু আসলেই কি এসম্পর্কগুলো ঠিকে থাকে? এ সম্পর্কগুলোর কি কোন নাম আছে???

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

অজ্ঞাত অন্বেষা বলেছেন: এটি এমন এক সম্পর্ক যার কারণে তারা অন্য সব সম্পর্কে কেও উপেক্ষা করে যাও্য়ার শক্তি পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.