নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

one can\'t help all, but all can help one

Zuha World

Nothing to say

Zuha World › বিস্তারিত পোস্টঃ

নামে ফেসবুক! কামে ফেকবুক!! কেন হলোনা ফ্রেশবুক!!!

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩২

ফেসবুক নামক কি নাকি একটা থিম রাষ্ট্র বানানো হয়েছে, শুনে ছুটে গেলাম দেখতে। আহা আহা কি সৌন্দর্য সব কারুকার্য...
ঢুকতেই সিকিউরিটি চীফ একটা চশমা পরায় দিলো, এইটাই নাকি এই রাজ্যের নিয়ম।
ঢুকিতেই কানে এলো,
মাঘ মাস বাঘে খায় ঘাস...
সম্মিলিত চিতকারের আওয়াজ, "আহাহা আহাহা, ক্যায়া বাত ক্যায়া বাত... what a poem!!!
কিছুই বুঝলাম না, এরা কিসের প্রশংসা শুরু করে দিলো!!!
এমনিতেই চোখে কম দেখি, তার উপর আবার নীল চশমা!!! কেমন যেন আন্ধা আন্ধা লাগছে। আন্দাজের উপর হাটতে গিয়ে একটা ধাক্কা খেলাম, তওবা তওবা তওবা মাইয়া মানুষের সাথে ধাক্কা! আর নাই রক্ষা, সবাই দেখি হৈ হৈ করতে করতে ছুটে আসছে।
রুশনা ম্যাডামের অপমান মানবনা মানবনা... রিপুট মার... হিক কর... ইচপাম কইরা পামউইল ভাইর কর...
উহ মা গো... এসব কি হচ্ছে!!!
ঘুরে দিলাম দৌড়, কিসে যেন পা বেধে পরে গেলাম। চশমাটা খশে গেলো...
আরে রুশনা কই? ওইটা দেখি আমাগো শাকিব নাম্বার!!!
আরে যেদিকে তাকাই সেখানেই দেখি একি অবস্থা?
হঠাত দেখি গেদু চাচা আসতাছে। আমাকে দেখে এগিয়ে এলো।
: কি রে বাবা তুই এইখানে কি করছ?
:: এইতো চাচা ঘুরতে এসেছি।
: কছ কি বাজান! তুই সরল সিধা মানুষ, এইখানে ঢুকিচ না, পুরাই বেইজ্জতি কারবার...
‪‎দেখতে সব ফ্রেশবুক‬, ‪কাছে গেলেই ফেকবুক‬
যা বাজান যা, এইডা তগো যায়গা না। তরা গতর খাটা মানুষ, গতর খাট গিয়া। নয়লে তরেও ‪#‎ছালিরবিটি‬ খাইয়া ফ্যালাইবো...
নাহ অনেক হয়েছে, আর প্রয়োজন নাই, তার উপর মুরুব্বিজন যখন বলছেন নিশ্চই কিছু একটা ঘাপলা আছে, প্রয়োজন নাই আর দেখনের, যাই গা, আল্লাহ্‌ হাফিয।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.